বাড়ি ফিরছেন রণবীর, খুশি নীতু-ঋষি
Last Updated:
ঘরের ছেলে ঘরে ফিরছে ৷ এবার থেকে থাকবে সে মা-বাবার সঙ্গেই ৷ প্রেমিকা এখন দূর অস্তে ! গল্পটা রণবীর কাপুরের ৷ ক্যাটরিনার প্রেমে পড়ে, ছেড়েছিলেন বাড়ি ৷ প্রেমিক জুটি মিলে বান্দ্রায় কিনেছিলেন এক বাড়ি ৷ সেই বাড়িতেই জমে উঠেছিল ক্যাট-রণবীর প্রেম ৷ তবে সে প্রেমে কিছুদিন হল ইতি পড়েছে ৷
#মুম্বই: ঘরের ছেলে ঘরে ফিরছে ৷ এবার থেকে থাকবে সে মা-বাবার সঙ্গেই ৷ প্রেমিকা এখন দূর অস্তে ! গল্পটা রণবীর কাপুরের ৷ ক্যাটরিনার প্রেমে পড়ে, ছেড়েছিলেন বাড়ি ৷ প্রেমিক জুটি মিলে বান্দ্রায় কিনেছিলেন এক বাড়ি ৷ সেই বাড়িতেই জমে উঠেছিল ক্যাট-রণবীর প্রেম ৷ তবে সে প্রেমে কিছুদিন হল ইতি পড়েছে ৷ ভাঙন ধরেছে সম্পর্কে ৷ তাই বাক্স-প্যাটরা গুছিয়ে ঘরের ছেলে ঘরে ফিরতে চলেছে ৷ বলিউডের গুঞ্জনে এল এরকমই ঘটনা ৷ রণবীর নাকি ফিরছেন বাড়িতে ৷ আর থাকবেন না ক্যাটরিনা ঘরে ৷ বাড়ি ফেরার কথা রণবীর নিজেই জানিয়েছেন মা নীতু সিংকে ৷ তবে নীতুর কথা, এক সপ্তাহ পরেই রণবীর পা রাখতে পারবেন পুরনো ডেরায় ৷ কারণ, কাপুর বাড়িতে চলছে মেরামত ৷ মেরামত শেষ হলেই নীতু-ঋষির সঙ্গে ঘরে ফিরবেন রণবীর কাপুর !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 15, 2016 6:30 PM IST