বড়দিনে কাপুর পরিবার একসঙ্গে, ঋষি কাপুরের ছবি শেয়ার করে রণবীরের বাবাকে স্মরণ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
কোনও ভাবেই ঋদ্ধিমা ও রণবীর বিশ্বাস করতে পারছেন না তাঁদের বাবা প্রয়াত, বারেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট যেন সেই কথাই বলছে
#মুম্বই: বলিউডের অন্যতম সুপারহিট নায়ক ঋষি কাপুর প্রয়াত হয়েছেন এক মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে ৷ ভারতীয় চলচ্চিত্রে ঋষি কাপুরের অবদান সময়ের সঙ্গে সঙ্গেই মানুষের মনে থেকে যাবে চিরকাল ৷ ঋষি কাপুরের হঠাৎ করে চলে যাওয়াকে যেমন মানতে পারছেন না মেয়ে ঋদ্ধিমা, ছেলে রণবীর ও স্ত্রী নীতু কাপুর তেমনই বিপুল সংখ্যক ভক্তরাও এখনও ঠিক বিশ্বাস করে উঠে পারছেন না যে ঋষি কাপুর আর নেই ৷
advertisement
advertisement
বাবার স্মরণে ঋদ্ধিমা নানান মুহূর্ত স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট করেছেন, কখনও ঋদ্ধিমা তাঁর মেয়ের জন্মদিনের ছবি শেয়ার করেছেন যেখানে ঋষি কাপুরকে দেখা গিয়েছে ৷ বাবাকে যে দুই সন্তান কীভাবে মিস করছেন তা বুঝতেই পারা যায় ৷ এবার রণবীর কাপুর বাবা ঋষি কাপুরের একটি থ্রোব্যাক ছবি পোস্ট করেছেন ৷
advertisement
যেখানে ক্রিসমাস উপলক্ষে ঋষি কাপুর, নীতু সিং, ঋদ্ধিমা কাপুর ও রণবীর কাপুর একই ফ্রেমে রয়েছেন ৷ ছবির শেয়ার করে লিখেছেন কাপুর পরিবার একসঙ্গে বড়দিন পালন করছে ৷ ছেলে রণবীর ও ঋদ্ধিমা বাবাকে অত্যন্ত মিস করছেন তা বারবার ফুটে উঠছে সোশ্যাল মিডিয়ায় তাঁদের আবেগপূর্ণ পোস্ট দেখে ৷ সেই পোস্টই যেন বলে দিচ্ছে যে বাবা কতটা কাছের ছিলেন ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 08, 2020 7:40 PM IST