#মুম্বই: সম্প্রতি রণবীর কাপুর ‘সঞ্জু’মারকাটারি ব্যবসা করছে ৷ আর এই ছবিটিতে রণবীরের অভিনয় বিপুল প্রশংসা কুড়িয়ে নিয়েছে ৷ তবে এই 'সঞ্জু'র জন্য সবাই যখন রণবীরের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখনই নিজের জীবন সম্পর্কে বিস্ফোরক কথা বললেন রণবীর।
'সঞ্জু'তে এমন একজন বলিউড তারকার জীবন চিত্রায়িত হয়েছে, যিনি সবসময়ই বিতর্কের কেন্দ্র বিন্দুতে ছিলেন। তিনি সঞ্জয় দত্ত। ড্রাগ থেকে অ্যালকোহল, বেআইনি অস্ত্র রাখার অপরাধ সব বিতর্কেই জড়িয়েছেন। ছবিতে দেখানো হয়েছে ড্রাগ ছাড়াতে সঞ্জয় দত্তকে একসময় আমেরিকার নেশামুক্তি কেন্দ্রেও থাকতে হয়েছিল।
কী ভয়নক ছিল সে জীবন সেটা ছবিতে তুলে ধরা হয়েছে। এই প্রসঙ্গে 'সঞ্জু'র অভিনেতা রণবীরও নিজের জীবনের এক ভয়ানক সত্যি কথা স্বীকার করে নিয়েছেন।
রণবীর সম্প্রতি একটি ইন্টারভিউয়ে জানিয়েছেন, কলেজ জীবনে খারাপ সঙ্গে পড়ে তিনিও মাকি ড্রাগ আসক্ত হয়ে পড়ি। তবে তিনি পরে উপলব্ধি করেন, এভাবে চলতে থাকলে, ড্রাগ নিতে থাকলে তাঁর জীবনে আর কিছুই হবে না। যদিও সে সময় ড্রাগ নিয়ে তিনি অনেক গবেষণা করেছেন বলে জানিয়েছেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood Actor, Bollywood Celebrity, Drug Adiction, Ranbir Kapoor, রণবীর কাপুর