Ranbir-Katrina in Ayodhya: পাশে বউ, পিছনে প্রাক্তন! ক্যাটরিনার সঙ্গে সেলফির চেষ্টা রণবীরের? রাম মন্দির থেকে ভিডিও ভাইরাল
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Ranbir-Katrina in Ayodhya: রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী। তাঁদের দিকেও যেন কোটি কোটি চোখ। আর সেই অগুন্তি নেটিজনদের চোখেই পড়ল একটি বিরল দৃশ্য।
অযোধ্যা: রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী। রণবীর কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রোহিত শেঠি, আয়ুষ্মান খুরানা, মাধুরী দীক্ষিত– এই তালিকা বেশ লম্বা। রামলালার পাশাপাশি তাঁদের দিকেও যেন কোটি কোটি চোখ। আর সেই অগুন্তি নেটিজনদের চোখেই পড়ল একটি বিরল দৃশ্য।
পরিচালক সুভাষ ঘাই রাম মন্দির থেকে একটি ভিডিও করে ইনস্টাগ্রামে পোস্ট করার সঙ্গে সঙ্গেই নেটদুনিয়া তোলপাড়। দেখা যাচ্ছে, তিনি নিজে ছাড়াও চারপাশে একাধিক বলি তারকা। কেউ বসে রয়েছেন, কেউ দাঁড়িয়ে রয়েছেন। রাম মন্দিরের সামনে অতিথি আসন পাতা রয়েছে।
advertisement
advertisement
সেই ভিডিওতে দেখা গেল, আলিয়া পাশে কারও সঙ্গে কথা বলছিলেন। তাঁর অন্য পাশে স্বামী রণবীর বসে। আর তাঁর পিছনে ক্যাটরিনা আর ভিকি। দেখা গেল, রণবীর হঠাৎ ফোন তাক করলেন। হাত উপরে মেলে ধরলেন নায়ক। সম্ভবত তিনি সেলফি বা সেলফি ভিডিও তোলার চেষ্টা করছেন। পিছনেই ক্যাটরিনা কইফ। দেখা গেল, নায়িকাও একবার ফোনের দিকে তাকিয়ে হাসলেন। পাশ থেকে আলিয়া একবার ফোনের দিকে তাকিয়ে হাসলেন।
advertisement
আর সেই ভিডিও দেখেই গুনগুন শুরু নেটপাড়ায়। তবে কি প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার সঙ্গে ছবি তুলতে চাইলেন রণবীর? নাকি কেবলই সেই অনুষ্ঠানের মুহূর্তগুলির সঙ্গে নিজেদের এক ফ্রেমে ধরার জন্যই ফোন তাক করেছিলেন নায়ক?
ক্যাটরিনা এবং রণবীর ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত প্রায় সাত বছর প্রেম করেছেন। তবে সে সম্পর্ক তিক্ততা নিয়েই শেষ হয়েছিল। ক্যাটরিনা এখন ভিকিকে বিয়ে করে সুখী, অন্যদিকে রণবীর এবং আলিয়া তাঁদের কন্যা রাহা কাপুরকে নিয়ে আনন্দে সংসার করছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2024 8:16 PM IST

