Ranbir Kapoor Alia bhatt Wedding : আলিয়ার বিয়েতে এক বড় ভূমিকা নেবেন তাঁর একঝাঁক বান্ধবী! বোনেরও রয়েছে বিশেষ পরিকল্পনা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Ranbir Kapoor Alia bhatt Wedding : আলিয়া কার ডিজাইন করা পোশাক পরবে থেকে শুরু করে অতিথি তালিকায় কারা থাকছেন, সব নিয়েই জোর জল্পনা চলছে।
#মুম্বই: আর মাত্র কয়েকটা দিন। গাঁটছড়া বাঁধতে চলেছেন তারকা জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর (Ranbir Kapoor Alia bhatt Wedding)। বিয়ের খুঁটিনাটি নিয়ে এখন নেট দুনিয়ায় জল্পনা তুঙ্গে। আলিয়া কার ডিজাইন করা পোশাক পরবে থেকে শুরু করে অতিথি তালিকায় কারা থাকছেন, সব নিয়েই জোর জল্পনা চলছে। এর মধ্যেই প্রকাশ্যে এল আলিয়ার বিয়েতে তাঁর ব্রাইডসমেড হিসেবে কারা থাকছেন।
আলিয়া সব সময়েই তাঁর বান্ধবীদের কথা বলেন। তাঁদের সঙ্গে বন্ধুত্বের বেশ কিছু মুহূর্ত আগে আলিয়াকে শেয়ার করতেও দেখা গিয়েছে। আর তাই বোঝাই যাচ্ছে, এই বিয়েতে তাঁরা বিশেষ ভূমিকা নেবেন। তাঁরাই আলিয়ার বিয়েতে ব্রাইডসমেড এর ভূমিকা নেবেন।
এই তালিকায় আছেন আলিয়ার ছোট বেলার প্রিয় বান্ধবী আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর। ২০১৯ এ দেবিকা আদানি নামে এক বান্ধবীর বিয়েতে গিয়েছিলেন আলিয়া। সেই বান্ধবীও থাকছেন এই তালিকায়। এছাড়াও বান্ধবীদের তালিকায় রয়েছেন মেঘনা গয়াল, কৃপা মেহেতা। জানা যাচ্ছে ব্রাইডসমেড হিসেবে দেখা যাবে আলিয়ার বোন শাহিন ভাটকেও।
advertisement
advertisement
প্রসঙ্গত, প্রথম থেকেই শোনা যাচ্ছিল রণবীর ও আলিয়ার বিয়েতে শুধুমাত্র ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুরাই নিমন্ত্রিত। এবার রাহুল ভাট জানালেন, বিয়েতে নিমন্ত্রিত থাকবেন মাত্র ২৮ জন। এঁদের মধ্যে অধিকাংশই পরিবারের সদস্য় বলে জানা যাচ্ছে। মুম্বইয়ের চেম্বুরে আরকে হাউজে আলিয়া ও রণবীরের বিয়ের আসর বসবে (Ranbir Kapoor Alia bhatt Wedding)।
advertisement
উল্লেখ্য, শোনা যাচ্ছে, বিয়েতে আলিয়া পরবেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক। অন্যদিকে রণবীর পরছেন মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক।প্রথমে ডিসেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু আলিয়ার দাদু ও দিদার শারীরিক অবস্থা ভাল না। দুজনেরই বয়স ৯০ পেরিয়েছে। এই কারণেই বিয়ের তারিখ এগিয়ে নিয়ে এসেছেন হবু দম্পতি। বিয়ের তোরজোড় এই মুহূর্তে তুঙ্গে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Apr 11, 2022 10:47 PM IST







