রামায়ণের আগে নায়ক-নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন সীতা-লক্ষ্ণণ !

Last Updated:

সেদিনের লক্ষ্ণণ ও সীতার প্রেমের দৃশ্য আজও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

#মুম্বই: রামানন্দ সাগরের রামায়ণ প্রায় তিন দশকের পুরনো ধর্মীয় ধারাবাহিক ৷ কয়েক দশ অতিক্রান্ত হওয়ার পরেও দর্শকদের মনে সমান তালে রাজত্ব করে বেড়ায় ৷ বর্তমানে লকডাউনে ফের দূরদর্শনে দেখানো হচ্ছে রামায়ণ ৷ ফের প্রমাণ করছে দৈনন্দিন জনপ্রিয়তায় পয়লা নম্বরে রামানন্দ সাগরের রামায়ণ ৷
দীপিকা নিজের ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেছেন ৷ দীপিকা নিজের ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেছেন ৷
রাম চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল, লক্ষ্ণণ চরিত্রে অভিনয় করেছিলেন সুনীল লহরি, সাতী চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা চিখলিয়া ৷ তবে আশ্চর্যের বিষয় হল এই যে রামায়ণে রাম-সীতা-লক্ষ্ণণ চরিত্রের মধ্যে এক সমান্তরাল আকর্ষণ পাওয়া গিয়েছে ৷ অভিনয়ের সারল্য ও সাবলীলতা লক্ষ্য করা গিয়েছে রামায়ণের আগে একটি শোয়ে পর্দায় লক্ষ্ণণ ও সীতা অর্থাৎ সুনীল ও দীপিকা একসঙ্গে কাজ করেছিলেন ৷
advertisement
advertisement
দীপিকা ও সুনীলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যেখানে একসঙ্গে পর্দার লক্ষ্ণণ ও সীতাকে এক ফ্রেমে দেখা গিয়েছে দীপিকা চিখলিয়া তাঁর ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন ৷ সুনীল লহরির অ্যাকাউন্টেও সেই ছবি দেখতে পাওয়া গিয়েছে ৷ অনেকেই জানেনা ১৯৮৮ সালে রামানন্দ সাগরের বিক্রম বেতাল (বেতাল পঞ্চবিংশতি) অভিনয় করেছিলেন দীপিকা ও সুনীল লহরি ৷ শো-এর একটি গল্পে নায়ক-নায়িকার ভূমিকায় অভিনয় করিছিলেন রামায়ণের লক্ষ্ণণ ও সীতা ৷ দেখুন সেই ভাইরাল ভিডিও ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রামায়ণের আগে নায়ক-নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন সীতা-লক্ষ্ণণ !
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement