বাহুবলি ২-তে আরও ভয়ানক ভল্লাল দেব !

Last Updated:

বাহুবলি ২ নিয়ে ইতিমধ্যেই উৎসাহ তুঙ্গে ৷ মাঝে মধ্যে নানান কারণে খবরেও আসছে বাহুবলি টু ! কখনও রিলিজ তারিখ তো, কখনও

#চেন্নাই: বাহুবলি ২ নিয়ে ইতিমধ্যেই উৎসাহ তুঙ্গে ৷ মাঝে মধ্যে নানান কারণে খবরেও আসছে বাহুবলি টু ! কখনও রিলিজ তারিখ তো, কখনও আবার ফাঁস হয়ে যাচ্ছে ছবির গল্প ৷ তবে এবার খবরে এল বাহুবলি ২-তে, বাহুবলির দুশমন ভল্লাল দেব নাকি আরও খতরনাক ৷ আরও ভয়ানক ৷ আর সে কথা নিজেই ট্যুইটারে জানিয়ে দিলেন ভল্লাল দেব ৷
‘বাহুবলি’ ছবিতে ভল্লাল দেবের চরিত্রে অভিনয় করেছেন রানা ডগ্গুবতি ৷ ‘বাহুবলি ২’তে রানা ডগ্গুবতি বিশেষভাবে নিজেকে তৈরি করেছেন ৷ আলাদা করে জিমও করেছেন শরীরের নতুন গঠনের জন্য ৷ গুঞ্জনে এসেছে বাহুবলি ২-তে নাকি আরও অ্যাকশন প্যাকড রানা ডগ্গুবতি ৷ তাই নিজের ফিটনেসে আলাদা করে নজর দিয়েছিলেন তিনি ৷
অপেক্ষা যেন শেষ হচ্ছেই না ৷ যত দিন এগোচ্ছে, ততই কৌতুহল বাড়ছে বাহুবলি টু নিয়ে৷ দর্শক অধীর আগ্রহে বসে আছে কটাপ্পা কেন মারল বাহুবলিকে তা জানার জন্য ৷ আর পরিচালক এস রাজা মৌলি জানাতেই চান না, এই রহস্য ৷ কারণ এই রহস্যই বাহুবলি ২-এর ইউএসপি ৷
advertisement
advertisement
তবে নতুন খবর অনুযায়ী, বাহুবলি ২-এর ক্লাইম্যাক্স শ্যুটিং করে ফেলেছিলেন রাজা মৌলি ৷ কিন্তু শেষমেশ তা খুব একটা পছন্দ হয়নি তাঁর৷ তাই লাস্ট মিনিটে চেঞ্জ করতে চাইলেন ৷ এই কারণেই ছবির ট্রেলার রিলিজ হওয়ার তারিখ ঘোষিত হলেও, ছবির শেষপর্যায়ের শ্যুটিং শেষ হবে নভেম্বরে ৷
খবর অনুযায়ী, অক্টোবর মাসের ২৩ তারিখ ইউটিউবে মুক্তি পেতে চলেছে বাহুবলি ২-এর ট্রেলার ৷ আর ট্রেলারেই নাকি স্পষ্ট হয়ে যাবে কাটাপ্পা কেন মারলেন বাহুবলিকে !
advertisement
B2 (1)
‘বাহুবলি ২’-এর মুক্তি ২০১৭-এর মার্চ মাসে ৷ তাতে কি? পরিচালক এস রাজা মৌলির এই ছবি শ্যুটিংর শুরু আগে থেকেই খবরের শিরোনামে ৷ কখনও ছবি জুড়ে নানা কৌতুহল, তো কখনও ছবির হিরো প্রভাসের কারিগরি নিয়ে দর্শকের উৎসাহের শেষ নেই ৷ সবার মনেই একই প্রশ্ন, কাটাপ্পা কেন হত্যা করল বাহুবলি-র? আর এই প্রশ্নের উত্তরই ‘বাহুবলি ২’-এর ইউএসপি ৷
advertisement
‘বাহুবলি ২’-এর শ্যুটিং শেষ হলেও পোস্ট প্রোডাকশনে ব্যস্ত ছবির গোটা টিম ৷ এই সময়ই ‘বাহুবলি’র পরিচালক জানিয়েদিলেন ইতিমধ্যেই নাকি বিক্রি হয়ে গিয়েছে ‘বাহুবলি২’-এর স্যাটেলাইট রাইটস ! মোট ৪৫ কোটি টাকায় বিক্রি করা হয়েছে এই রাইট ! রাজা মৌলি জানিয়েছেন, ‘কোন কোম্পানি রাইটস কিনেছে তা এখন বলা সম্ভব নয় ৷ তবে এটুকু বলতে পারি ৪৫ কোটি টাকাতেই বিক্রি হয়েছে এই স্যাটেলাইট রাইটস !’
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাহুবলি ২-তে আরও ভয়ানক ভল্লাল দেব !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement