• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • লকডাউনে সুখবর, এনগেজমেন্ট হয়ে গেল ‘বাহুবলী’র ভল্লালদেব, রাণা দগ্গুবতীর

লকডাউনে সুখবর, এনগেজমেন্ট হয়ে গেল ‘বাহুবলী’র ভল্লালদেব, রাণা দগ্গুবতীর

লকডাউনে সম্প্রতি একটি ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন রাণা।

লকডাউনে সম্প্রতি একটি ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন রাণা।

লকডাউনে সম্প্রতি একটি ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন রাণা।

 • Share this:

  #চেন্নাই: এই লকডাউনে সকলেই গৃহবন্দি। বন্ধ দোকানপাট, শপিংমল, অফিস-কাছারি, এমনকী ফিল্ম ইন্ডাস্ট্রিও। ঘরে বসে বোর হচ্ছেন তারকারা। নিজের পছন্দের কাজ করছেন কেউ। কেউ আবার এই ক’দিনে নিজের অপূর্ণ শখগুলো মিটিয়ে নিচ্ছেন প্রাণ ভরে।

  তেমনই করলেন ‘বাহুবলী’র খলনায়কও। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে ভল্লালদেব ওরফে রাণা দগ্গুবতীকে নিয়ে।এই লকডাউনের মধ্যেই মিহিকা বাজাজের সঙ্গে এনগেজ হলেন রাণা। মিহিকা হায়দরাবাদের মেয়ে। ড্রপ ডিউ ডিজাইন স্টুডিও রয়েছে তাঁর ।

  লকডাউনে সম্প্রতি একটি ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন রাণা। মিহিকার সঙ্গে নিজের সেই ছবি পোস্ট করে রাণা লিখেছেন, ‘ও আমাকে হ্যাঁ বলেছে।’ মিষ্টি সেই ছবিটিই এখন ভাইরাল নেট দুনিয়ায় ।

  Published by:Simli Raha
  First published: