সমস্ত রেকর্ড চুরমার, সারা বিশ্ব কাঁপিয়ে জগৎ সেরা রামানন্দ সাগরের রামায়ণ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
দৈনন্দিন জনপ্রিয়তায় ধারে কাছে অন্য কোনও ধারাবাহিক নেই
মুম্বই: রামানন্দ সাগরের রামায়ণ যেদিন থেকে দূরদর্শনে ফের দেখানো শুরু হয়েছে সেদিন থেকেই লকডাউনে সাধারণ মানুষ বেশ উপভোগ করছেন শ্রীরামচন্দ্রের বীরগাথা ৷ শুধুই মুখে মুখেই নয় সোশ্যাল মিডিয়ায় রামায়ণ নিয়ে অনেক চর্চা শুরু হয়েছে ৷ লকডাউনের ফলে এক ধাক্কায় অনেকটাই দর্শকের সংখ্যা বেড়েছে ৷ লকডাউনে টিভির আকাশ ছুঁয়েছে ৷
এখনও পর্যন্ত সব থেকে বড় রেকর্ডের নির্মাণ করেছে রামায়ণ ৷ সূত্রের খবর গত ১৬ এপ্রিলের পর্বটি সারা পৃথিবী জুড়ে ৭.৭ কোটি দর্শক দেখেছেন ৷ এরই সঙ্গে জানা গিয়েছে সেদিন অর্থাৎ ১৬ এপ্রিল রামায়ণ দেখেছেন সারা পৃথিবী জুড়ে সব থেকে বেশি মানুষ ৷ কিছুদিন আগেই প্রসার ভারতীর সিইও শশি শেখর জানিয়েছিলেন ২০১৫ থেকে এখনও পর্যন্ত জেনারেল এন্টারটাইনমেন্ট বা জিইসি বিভাগে এই ধর্মমূলক অনুষ্ঠানটি সবার উপরে রয়েছে ৷
advertisement
রামায়ণ ফের একবার দূরদর্শনে সম্প্রচার হওয়ার পরে বহু মানুষের পুরনো স্মৃতি যেন ফের একবার চাঙ্গা হচ্ছে ৷ মানুষের মধ্যে রামায়ণের উৎসাহ ক্রমশই বাড়ছে ৷ ফলত সোনালি দিনগুলি আরও একবার হাজির হচ্ছে চোখের সামনে ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 29, 2020 9:00 PM IST