সমস্ত রেকর্ড চুরমার, সারা বিশ্ব কাঁপিয়ে জগৎ সেরা রামানন্দ সাগরের রামায়ণ

Last Updated:

দৈনন্দিন জনপ্রিয়তায় ধারে কাছে অন্য কোনও ধারাবাহিক নেই

মুম্বই: রামানন্দ সাগরের রামায়ণ যেদিন থেকে দূরদর্শনে ফের দেখানো শুরু হয়েছে সেদিন থেকেই লকডাউনে সাধারণ মানুষ বেশ উপভোগ করছেন শ্রীরামচন্দ্রের বীরগাথা ৷ শুধুই মুখে মুখেই নয় সোশ্যাল মিডিয়ায় রামায়ণ নিয়ে অনেক চর্চা শুরু হয়েছে ৷ লকডাউনের ফলে এক ধাক্কায় অনেকটাই দর্শকের সংখ্যা বেড়েছে ৷ লকডাউনে টিভির আকাশ ছুঁয়েছে ৷
এখনও পর্যন্ত সব থেকে বড় রেকর্ডের নির্মাণ করেছে রামায়ণ ৷ সূত্রের খবর গত ১৬ এপ্রিলের পর্বটি সারা পৃথিবী জুড়ে ৭.৭ কোটি দর্শক দেখেছেন ৷ এরই সঙ্গে জানা গিয়েছে সেদিন অর্থাৎ ১৬ এপ্রিল রামায়ণ দেখেছেন সারা পৃথিবী জুড়ে সব থেকে বেশি মানুষ ৷ কিছুদিন আগেই প্রসার ভারতীর সিইও শশি শেখর জানিয়েছিলেন ২০১৫ থেকে এখনও পর্যন্ত জেনারেল এন্টারটাইনমেন্ট বা জিইসি বিভাগে এই ধর্মমূলক অনুষ্ঠানটি সবার উপরে রয়েছে ৷
advertisement
রামায়ণ ফের একবার দূরদর্শনে সম্প্রচার হওয়ার পরে বহু মানুষের পুরনো স্মৃতি যেন ফের একবার চাঙ্গা হচ্ছে ৷ মানুষের মধ্যে রামায়ণের উৎসাহ ক্রমশই বাড়ছে ৷ ফলত সোনালি দিনগুলি আরও একবার হাজির হচ্ছে চোখের সামনে ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
সমস্ত রেকর্ড চুরমার, সারা বিশ্ব কাঁপিয়ে জগৎ সেরা রামানন্দ সাগরের রামায়ণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement