বিশ্বের সব মহিলাই যেন সানি লিয়নের মতো হয়: রামগোপাল ভার্মা

Last Updated:

বিশ্ব নারী দিবসে সবাই যেখানে নারীদের শুভেচ্ছা জানাতে ব্যস্ত, সেই সময়ই নিজেকে বিতর্কে টেনে নিয়ে আসলেন পরিচালক রামগোপাল ভার্মা ৷

#মুম্বই: বিশ্ব নারী দিবসে সবাই যেখানে নারীদের শুভেচ্ছা জানাতে ব্যস্ত, সেই সময়ই নিজেকে বিতর্কে টেনে নিয়ে আসলেন পরিচালক রামগোপাল ভার্মা ৷ নারী দিবসে একের পর এক ট্যুইট করে রীতিমতো শোরগোল ফেলে দিলেন রামু ৷ এমনকী, টেনে নিয়ে আসলেন অভিনেত্রী সানি লিয়নকেও !
তা কী লিখলেন রামগোপাল? প্রথম ট্যুইটে খুব একটা বিতর্কের কিছু না লিখলেও, রামু-র দ্বিতীয় ট্যুইট নিয়েই শুরু হয়েছে শোরগোল ৷
প্রথম ট্যুইটে রামগোপাল লিখলেন, ‘নারী দিবসে আসলে পুরুষদের দিবস ৷ কারণ, নারীদের তুলনায় পুরুষরাই এটা নিয়ে বেশি মাতামাতি করছেন !’ রামুর এই ট্যুইট নিয়ে খুব একটা বিতর্ক না উঠলেও, সানি লিয়নকে নিয়ে রামু যে ট্যুইট করেন, তা নিয়েই বিতর্কের সূত্রপাত হয় ৷
advertisement
advertisement
ram
সানি লিয়নকে টেনে রামগোপাল লিখলেন, ‘আমি চাই বিশ্বের সব নারীরাই সানি লিয়নের মতো পুরুষদের আনন্দ দিক !’ রামুর এই ট্যুইট দেখে অনেকেই মনে করছেন, মহিলাদের যে এই সমাজে যৌন উপকরণ হিসেবেই দেখা হয়, সেটা ফের মনে করিয়ে দিলেন রামগোপাল।
তবে এই প্রথম নয়, এর আগেও ট্রাম্পের স্ত্রীকে টেনেও যৌন উসকানি মূলক মন্তব্য করেছিলেন রামগোপাল ৷ তবে ট্যুইট নিয়ে ওঠা বিতর্কের উত্তরে চুপ থাকেননি রামগোপাল ৷ তাঁর কথায়, ‘সানি লিওন সংক্রান্ত টুইট নিয়ে যে নেতিবাচক হাওয়া বইছে তা চূড়ান্ত ভন্ডামি থেকেই আসে।’
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিশ্বের সব মহিলাই যেন সানি লিয়নের মতো হয়: রামগোপাল ভার্মা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement