Rakhi Sawant on Tamannaah Bhatia:কেরিয়ারের হালে পানি না পেয়েই নায়িকা থেকে আইটেম গার্ল! তমন্না ভাটিয়াকে তীব্র ব্যঙ্গ রাখি সাওয়ান্তের
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Rakhi Sawant on Tamannaah Bhatia:তমন্না ভাটিয়া সম্পর্কে নিজের তীব্র মন্তব্যের মাধ্যমে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।
মুম্বই : তকমাটা তাঁকে কেউ দেয়নি। নিজেই নিজেকে বলিউডের অনবদ্য আইটেম গার্ল বলে থাকেন রাখি সাওয়ান্ত। সম্ভবত সেই কারণেই এবার নায়িকাদের আইটেম গান গায়ে জ্বালা ধরিয়েছে। তমন্না ভাটিয়া সম্পর্কে নিজের তীব্র মন্তব্যের মাধ্যমে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। সংবাদমাধ্যমের সঙ্গে সাম্প্রতিক এক আড্ডায় তমন্নার আইটেম গানে আবির্ভূত হওয়ার বিষয়টিকে উপহাস করেছেন রাখি। বলছেন যে বড় বড় নায়িকারা কেবল তখনই এই ধরনের ভূমিকা গ্রহণ করেন, যখন তাঁদের অভিনয়ের কেরিয়ার ধীর হয়ে যায়।
রাখি বলেন,“তমন্নাকে নিয়ে আমার আর কোনও সমস্যা নেই। শুধু এটুকুই যে বাহুবলীর মতো ভাল ছবিতে অভিনয়ের পরেও তিনি আমাদের মতো আইটেম গান করতে শুরু করে দিলেন! তিনি বহু কোটি টাকার ছবিতে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন, হঠাৎ আজ কি রাত-এর মতো ৫-১০ লাখ টাকার গান করে তাঁর কী লাভ? এই বিয়ার বার ধরনের গান আমাকেই মানায়।” তিনি আরও বলেন যে, “মূলধারার অভিনেত্রীরা প্রতিটি ধরনের চরিত্রে অভিনয় করে সীমানা লঙ্ঘন করছেন- এখন তিনি নায়িকার ভূমিকাও পালন করবেন, আইটেম গানও করবেন, বোনের ভূমিকাও পালন করবেন, তাহলে আমরা কী করব?”
advertisement
এই প্রসঙ্গেই নতুন আইটেম গার্লদের এক হাত নিয়েছেন রাখি। ফিল্মিজ্ঞানকে দেওয়া অন্য একটি ইন্টারভিউতে রাখি নিজের দাবিকে জোরদার করেছেন। তিনি জানান যে ,অভিনয়ে তিনি যে শক্তি এবং সততা তিনি নিয়ে এসেছেন, তার অভাব রয়েছে আজকের অভিনেত্রীদের মধ্যে। “এরা আমাদের দেখে এখন আইটেম গান করা শুরু করেছে। এরা প্রথমে নায়িকা হতে চেয়েছিল, এবার যখন আর কেরিয়ার চলছে না, তখন এরা আমাদের ভাত মেরে আইটেম গান করতে এসেছে। লজ্জা করা উচিত”, বিস্ফোরক মন্তব্য রাখির।
advertisement
advertisement
রাখি আরও ঘোষণা করেছেন যে, তিনি বলিউডে আবার প্রত্যাবর্তন করছেন। শুধু একজন নৃত্যশিল্পী হিসেবে নয়, একজন প্রধান অভিনেত্রী হিসেবে। রাখি পরদেশিয়া এবং দেখা হ্যায় তু কেয়া-র মতো তাঁর চার্টবাস্টারগুলির জন্য পরিচিত, তিনি দুবাইতে বিগত কয়েক বছর কাটিয়ে এবার স্থায়ীভাবে ভারতে ফিরে আসার পরিকল্পনাও প্রকাশ করেছেন।
আরও পড়ুন : হেয়ার কালার কিডনির জন্য বিষাক্ত? চুলে রং দিলেই রোগে ঝাঁঝরা কিডনি? কিডনির অসুখের লক্ষণ কী কী? জানুন
পেশাদার জগতে ফিরে আসা বাদ দিলে রাখির ব্যক্তিগত জীবনও সব সময়ে স্পটলাইটে থাকে। আদিল খান দুররানির সঙ্গে তাঁর সমস্যাপূর্ণ দাম্পত্য জীবনের ফলে বিবাহবিচ্ছেদ ঘটে, যা অভিযোগ এবং আইনি নাটকীয়তায় ভরা। সম্প্রতি, রাখি তাঁর অভিযোগ প্রত্যাহার করার পর বম্বে হাই কোর্ট দুজনের মধ্যে সমস্ত বিচারাধীন মামলা বাতিল করে দেয়, যার ফলে এই অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। আদিল সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা উল্লেখ করে লিখেছেন, “বছরের পর বছর সংগ্রাম, ধৈর্য এবং বিশ্বাসের পর… অবশেষে এই দিনটি এসেছে… প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে আমাকে সমর্থন করার জন্য সকলকে ধন্যবাদ।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2025 8:50 PM IST

