ঋষি কাপুরের মৃত্যুর পরে প্রিয় বন্ধু রাকেশ রোশনের বড়সড় সত্যের পর্দাফাঁস
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
ফেব্রুয়ারিতে একটি বিয়েবাড়িতে যেতেই তিনিই চিন্টুকে মানা করেছিলেন
#মুম্বই: বলিউডে অন্যতম বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর গত ৩০ এপ্রিল প্রয়াত হয়েছেন ৷ তাঁর প্রয়াণে বলিউডে শোকের ছায়া নেমেছে ৷ বেশ লম্বা সময় ধরে ক্যানসারে ভুগছিলেন ৷ এরই মধ্যে হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি ৷ তাঁর আকস্মিক মৃত্যুর খবর পরিবার থেকে ঘনিষ্ঠ বন্ধুমহলের সবাইকে কাঁদিয়েছে ৷ এবার ঋষি কাপুরের মৃত্যুতে অন্যতম ঘনিষ্ঠ বন্ধু রাকেশ রোশন মুখ খুললেন ৷ শোকার্ত রাকেশ রোশন ঋষি কাপুরের দিল্লি যাত্রার বিষয়ে বক্তব্য রাখতেই শোরগোল শুরু হয় বলিউডে ৷
সম্প্রতি রাকেশ রোশন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ঋষি কাপুরের মৃত্যু নিয়ে সংবাদ মাধ্যমে একটি বক্তব্য পেশ করতেই কেঁপে ওঠে সোশ্যাল মিডিয়া ৷ তিনি জানান, তিনিও ক্যানসারে আক্রান্ত ছিলেন ৷ যদিও তাঁর ক্যানসারের প্রকৃতি আলাদা ছিল ৷
সংবাদমাধ্যমকে রাকেশ রোশন জানান, ফেব্রুয়ারি মাসে চিন্টু (ঋষি কাপুর) আমাকে বলে দিল্লিতে একটি বিয়েবাড়ির নিমন্ত্রণে অংশ নিতে যাচ্ছে ৷ আমি শুনেই ঋষি কাপুরকে মানা করেছিলাম ৷ বলেছিলাম, সংক্রমণের সম্ভাবনা রয়েছে ৷ যেও না দিল্লি ৷ কিন্তু ঋষি কথা শোনেনি ৷’
advertisement
advertisement
রাকেশ রোশনের কথাই যেন অক্ষরে অক্ষরে মিলে গেল, দিল্লিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি ৷ হাসপাতালেও ভর্তি হয়েছিলেন ৷ রাকেশ রোশন মন খারাপ করে বলেছেন আমার কথা শুনতে পারত চিন্টু ৷ দিল্লিতে গিয়ে বেশ বড়সড় ভুল করল ঋষি ৷
advertisement
সংক্রমণের কারণেই ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঋষি কাপুর ৷ পিটিআইকে তিনি জানিয়েছিলেন তাঁর শরীরে সংক্রমণ দেখা দিয়েছে ৷ চিকিৎসাও চলছে ৷ তিনি আরও যোগ করেছিলেন হয়ত দূষণের কারণেই সেই সংক্রমণ দেখা দিয়েছিল ৷ ফেব্রুয়ারির পরে এপ্রিলের শেষ সপ্তাহে ফের অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি কাপুর ৷
কিন্তু এইবার হার মানতে হয়েছে রাকেশ রোশনের এই লড়াকু বন্ধুকে ৷ ঋষির মৃত্যুতে সারা দেশের মানুষ বড়সড় আঘাত পেয়েছেন ৷ ঋষি কাপুর পৃথিবীকে আলবিদা করেছেন ঠিকই, তবে চিরকাল বেঁচে থাকবেন সবার মনে ৷ তাঁর মন জয় করা অভিনয় দিয়ে, কাল থেকে মহাকালে ৷ এই বিশ্বাসে বিশ্বাসী প্রিয় বন্ধু রাকেশ রোশন ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 03, 2020 7:29 PM IST