Raju Srivastav : প্রয়াত রাজু শ্রীবাস্তব! কমেডির জগতে শোকের ছায়া আজ
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Raju Srivastav : ৪১ দিন ধরে চিকিৎসা চলছিল তাঁর, প্রয়াত রাজু শ্রীবাস্তব
#মুম্বই: প্রয়াত রাজু শ্রীবাস্তব। বলিউড তথা সারা দেশের কমেডিয়ান জগত স্তব্ধ। আর হাসাবেন না রাজু। টিভির পর্দায় আর তাঁর প্রাণখোলা হাসি দেখতে পাবেন না দর্শক।
গত ১০ অগাস্ট মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। দীর্ঘদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন। তবে শেষমেশ প্রাণ রক্ষা হল না। ট্রেড মিল করার সময়ে হঠাৎই পড়ে যান এই কমেডি শিল্পী। তাঁকে সঙ্গে সঙ্গে নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। ৪১ দিন ধরে সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। বুধবার সকালে তাঁর পরিবার জানিয়েছে, এদিন সকালে এইমসেই মৃত্যু হয়েছে রাজুর।
advertisement
অকাল মৃত্যুতে শোকাহত বলিউডও। স্ট্যান্ড কমেডি ছাড়াও বেশ কয়েকটি হিন্দি ছবিতে কমিক রোলে অভিনয় করেছিলেন রাজু। ম্যায়নে প্যার কিয়া, বম্বে টু গোয়া, আমদানি আঠানি খরচা রূপাইয়া, বাজিগর তার অন্যতম। ১৯৮০ সাল থেকে বিনোদন শিল্পের সঙ্গে জড়িত ছিলেন রাজু।
advertisement
advertisement
তাঁর বন্ধুরা ক্রমাগত তাঁর ভক্তদের অভিনেতার স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত জানিয়ে গিয়েছেন। কৌতুকাভিনেতা সুনীল পাল থেকে শুরু করে অভিনেতা-রাজনীতিক শত্রুঘ্ন সিং, একাধিক সেলিব্রিটি কমেডিয়ানের শারীরিক পরিস্থিতির আপডেট দিয়েছেন বারবার। কমেডিয়ানের দ্রুত আরোগ্যের কামনা করারও অনুরোধ জানিয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন: পরমব্রতর সিনেমায় স্বাধীনতা আন্দোলনের পটভূমি! 'বারুদ ও আদালত'-এর শুটিং শুরু ফেব্রুয়ারিতেই
advertisement
প্রসঙ্গত, শুক্রবারই রাজুর খবর নিতে তাঁর স্ত্রীকে ফোন করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু মোদীই নন কৌতুকশিল্পী কেমন আছে তা জানতে ফোন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। অনুরাগীরাও একমনে করছিলেন প্রার্থনা। তবে সে সব প্রার্থনাকে বিফল করে হার মানলেন রাজু। চলে গেলেন এই হাসির সম্রাট।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 21, 2022 10:59 AM IST