রাজকুমার রাওয়ের সঙ্গে দেখা করে জানেন কী করেছিলেন শাহরুখ ?
Last Updated:
বলিউডে নিজের জমি পেতে কম কাঠখড় পোড়াতে হয়নি রাজকুমার রাওকে ৷
#মুম্বই: বলিউডে নিজের জমি পেতে কম কাঠখড় পোড়াতে হয়নি রাজকুমার রাওকে ৷ মুম্বইয়ে স্ট্রাগলের সময়টা এখনও চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে ৷ তবে এখন রাজকুমার রাওয়ের সামনের দিনগুলো একেবারে উজ্জ্বল ৷ একের পর এক ছবি বক্স অফিসে যেমন কামাল দেখাচ্ছে, তেমনি ফিল্ম সমালোচকরাও রাজকুমার রাওয়ের প্রশংসায় পঞ্চমুখ ৷ এক সময় যে সব অভিনেতাদের অভিনয় দেখে বড় হয়েছেন রাজকুমার, তাঁদের সঙ্গে চুটিয়ে অভিনয়ও করছেন তিনি ৷ কিন্তু তিনি ভুলে যাননি তাঁর অতীতকে ৷ সেই স্ট্রাগলের সময়কেও ৷ তাই তো সম্প্রতি ইনস্টাগ্রাম পোস্টে রাজকুমার লিখে ফেললেন, তাঁর কেরিয়ার শুরুর দিনগুলোর কথা ৷ আর তাতেই উঠে এল শাহরুখ খানের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের নস্ট্যালজিয়াও ৷
ইনস্টাগ্রাম পোস্টে রাজকুমার রাও লিখলেন, ‘আমার অভিনয়ে আসার প্রথম অনুপ্রেরণাই শাহরুখ স্যার ৷ আমি তাঁর পোস্টারের দিকে ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকতাম ৷ আর ভাবতাম, ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে এই মানুষটা যদি বলিউড বাদশা হতে পারে, তাহলে নিশ্চয়ই আমিও পারব ৷ বলতে পারি আমার স্ট্রাগল করার শক্তিটা জুগিয়েছে শাহরুখ স্যার-ই ৷’
advertisement
advertisement
ইনস্টাগ্রাম পোস্টে শাহরুখ খানকে নিয়ে লিখতে গিয়ে কিছুটা আবেগ তাড়িতও হয়ে পড়েন রাজকুমার ৷ রাজকুমার লেখেন, ‘আমি তখন মেহবুব স্টুডিওতে শ্যুটিংয়ে ব্যস্ত ৷ ঠিক এই সময় জানতে পারলাম, আমার পাশের ফ্লোরেই, শ্যুটিং করছেন শাহরুখ খান ৷ আমি আর নিজেকে আটকাতে পারলাম না ৷ সোজা চলে গেলাম শাহরুখ স্যারের সঙ্গে দেখা করতে ৷ নার্ভাস হয়ে পড়েছিলাম ৷ যাকে এতদিন পোস্টারে দেখেছি, তিনি এখন আমার সামনে ৷ তবে আমাকে স্বাভাবিক করেন শাহরুখ খানই ৷ আমার সঙ্গে অনেক কথা হয় ৷ কেরিয়ার নিয়ে, অভিনয় নিয়ে ৷ আমি আপ্লুত হই, যে তিনি আমার অভিনীত ছবি দেখেছেন ৷ এই দিনটার কথা আজও ভুলতে পারিনি ৷ শাহরুখ স্যারের সঙ্গে কাজ করা আমার স্বপ্ন !’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2018 2:36 PM IST


