পোস্টার নিয়ে রজনীর সঙ্গে টক্করে ইরফান !
Last Updated:
দক্ষিণ থেকে গল্প নিয়ে বলিউডে ছবি ! আবার বলিউড থেকে গল্প নিয়ে দক্ষিণে ৷ কখনও মিউজিক, কখনও গোটা সিনেমা অদল-বদল তো, নকল তো হয়েই থাকে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি ৷
#মুম্বই: দক্ষিণ থেকে গল্প নিয়ে বলিউডে ছবি ! আবার বলিউড থেকে গল্প নিয়ে দক্ষিণে ৷ কখনও মিউজিক, কখনও গোটা সিনেমা অদল-বদল তো, নকল তো হয়েই থাকে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি ৷ তবে পোস্টারের সময়, হলিউড থেকে নকল করাই বেশি পাত্তা দিত বলিউড ৷ তবে এবার নিজের ঘরেই লাগল কোদল !
গপ্পোটা হল, রজনীকান্ত অভিনীত নতুন ছবি ‘কাবালি’ ও ইরফান খানের ‘মাদারি’ ছবির পোস্টার নিয়েই বলিউড ও দক্ষিণী ছবির মধ্যে শুরু হয়েছে নতুন বিতর্ক ৷ বিতর্ক উঠেছে ‘মাদারি’র পোস্টার থেকে টোকা হয়েছে ‘কাবালি’র পোস্টার ৷
তবে এই বিতর্ক নিয়ে বিন্দাস রয়েছেন ইরফান খান ৷ সম্প্রতি ‘মাদারি’ ছবির প্রোমোশনে ইরফান জানান, ‘রজনীকান্ত খুব বড় হিরো৷ আমি অতটা বড় নই ৷ হতেই পারে পোস্টার এক ৷ আমার মনে হয়, কোন ছবি ভালো, সেটা বিচার করুন ছবি দেখার পর ৷ কারণ শেষ কথা তো ছবিই বলবে ৷ তবে এটুকু বলতে পারি, রজনীকান্তের ছবির সঙ্গে আমার ছবির, আমার কোনও লড়াই নেই !’
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 29, 2016 2:58 PM IST