Satish Shah Funeral: পঞ্চভূতে বিলীন দেহ, না ফেরার দেশে সতীশ শাহ, শেষকৃত্যে ভেঙে পড়লেন রাজেশ কুমার-রূপালি গঙ্গোপাধ্যায়
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Satish Shah Funeral: একটি হৃদয়বিদারক ক্লিপে রূপালি গঙ্গোপাধ্যায়কে তাঁর অন-স্ক্রিন শ্বশুরকে বিদায় জানাতে গিয়ে অঝোরে কাঁদতে দেখা গিয়েছে।
সতীশ শাহের মৃত্যুতে পুরো ইন্ডাস্ট্রি শোকস্তব্ধ। কাল্ট শো সারাভাই ভার্সেস সারাভাইয়ের অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে উঠেছে সারা ভারত। সেই শোয়ের সহ-অভিনেতা রূপালি গঙ্গোপাধ্যায়, রত্না পাঠক শাহ, সুমিত রাঘবন এবং রাজেশ কুমার সহ বহু অভিনেতা-অভিনেত্রীকে প্রয়াত অভিনেতার শেষকৃত্যে দেখা গিয়েছে। তাঁদের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হচ্ছে।
যাঁরা দেখেছেন, তাঁরা জানেন যে সারাভাই ভার্সেস সারাভাই ধারাবাহিকের প্রতিটি চরিত্রাভিনেতা কীভাবে এক পরিবার হয়ে উঠেছিলেন, তাঁদের অভিনয় যতটা না নিখুঁত ছিল, রসায়ন ছিল তার চেয়েও গভীর। এবার সতীশ শাহের প্রয়াণে সেই পরিবারে চিড় ধরল।
আরও পড়ুন-১১০ কিমি বেগে তেড়ে আসছে…! শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’র ‘ল্যান্ডফল’ কখন? আগামী ৩ দিনের জন্য বন্ধ স্কুল-কলেজ, জারি সতর্কতা
একটি হৃদয়বিদারক ক্লিপে রূপালি গঙ্গোপাধ্যায়কে তাঁর অন-স্ক্রিন শ্বশুরকে বিদায় জানাতে গিয়ে অঝোরে কাঁদতে দেখা গিয়েছে। ক্লিপে রাজেশ কুমারকে সতীশ শাহের মৃতদেহ যেখানে রাখা হয়েছিল, সেখান থেকে বেরিয়ে যেতেও দেখা গিয়েছে, কারণ তিনি তাঁর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি- ভেঙে পড়েছিলেন। অন্য একটি ক্লিপে সহ-অভিনেতার মৃত্যুতে কাঁপতে থাকা রূপালিকে পাপারাজ্জিদের হাত জোড় করে তাঁর রেকর্ডিং বন্ধ করার ইঙ্গিত দিয়ে চোখের জল লুকিয়ে রাখতে দেখা গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন-প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই বলি নায়িকার সঙ্গে সহবাস! ১৪ বছর ধরে অভিনয় থেকে উধাও, আজ ২০০০ কোটি টাকার মালিক, এখন কোথায় আছেন গোবিন্দর নায়িকা?
সারাভাই বনাম সারাভাই ধারাবাহিকে অন-স্ক্রিন ছেলেদের চরিত্রে অভিনয় করা ব্যক্তিরাই প্রথমে শ্রদ্ধা জানাতে এসেছিলেন। রবিবার ভোরে সুমিত রাঘবন ওরফে বড় ছেলে সাহিল সারাভাই এবং রাজেশ কুমার ওরফে ছোট ছেলে রোশেশ সারাভাই প্রয়াত অভিনেতার মুম্বইয়ের বাসভবনে পৌঁছেছিলেন।
advertisement
চল্লিশ বছরেরও বেশি দীর্ঘ অভিনয়জীবনে সতীশ শাহ দর্শকদের উপহার দিয়েছেন অগণিত স্মরণীয় চরিত্র, ভারতীয় সিনেমা এবং টেলিভিশনে এক সুপরিচিত নাম তিনি। ১৯৮৩ সালের জানে ভি দো ইয়ারো ছবিতে তাঁর আইকনিক অভিনয়ের মাধ্যমে তিনি কাল্ট কৌতুকাভিনেতার মর্যাদা অর্জন করেছিলেন। তিনি শক্তি, হাম সাথ সাথ হ্যায়, ম্যায় হুঁ না, কাল হো না হো, ফানা, ওম শান্তি ওম এবং আরও অনেক ছবিতে অভিনয় করেছিলেন। টেলিভিশনে সারাভাই ভার্সেস সারাভাই ধারাবাহিকে ইন্দ্রবদন সারাভাইয়ের চরিত্রে শাহের অভিনয় ভারতীয় ছোটপর্দার অন্যতম আইকনিক কমিক পারফরম্যান্স হিসাবে বিবেচনা করা হয়।
advertisement
চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত ২৫ অক্টোবর, ২০২৫ তারিখ ইনস্টাগ্রামে সতীশ শাহের প্রয়াণের খবর দেন। সেই পোস্টে অশোক পণ্ডিত জানান যে, কিডনি ফেলিওর হওয়ার কারণে সতীশ শাহ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বাড়িতে থাকাকালীন হঠাৎ তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তাঁকে দ্রুত হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তিনি মারা যান।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2025 2:01 PM IST

