FlashBack: রাজেশ খান্নার দেরিতে আসায় বন্ধ হয়েছিল ‘আনন্দ’-এর শ্যুটিং !
Last Updated:
তিনিই বলিউডের প্রথম সুপারস্টার ৷ তাঁর মন খোলা হাসি, নিজস্ব স্টাইলে এখনও মাত আট থেকে আশি ৷
#মুম্বই: তিনিই বলিউডের প্রথম সুপারস্টার ৷ তাঁর মন খোলা হাসি, নিজস্ব স্টাইলে এখনও মাত আট থেকে আশি ৷ ‘আনন্দ’ থেকে ‘আরাধনা’, ‘অমর প্রেম’ থেকে ‘বাওয়ারচি’ ৷ রাজেশ খান্না মানেই সিনেমার পর্দায় ম্যাজিক৷ আজ ৬ বছর হয়ে গেল বলিউড রাজেশহীন ৷ তবে ভারতীয় সিনেমা নিয়ে যখনই আলোচনা হয়, তখন রাজেশ খান্নার নাম আসবেই আসবে ! এমনই ছিলেন সবার জনপ্রিয় ‘কাকা’ !
রাজেশ খান্নাকে ঘিরে বলিউডে ননা গল্প ছড়িয়ে ৷ সিনেমায় তাঁর প্রথম আসা, স্ট্রাগল, তারপর একে একে সব বাধা কাটিয়ে সুপারস্টার হওয়া !
advertisement
সেই সময় পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায় ‘আনন্দ’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ৷ অনেকটাই শ্যুটিং এগিয়েছে ৷ তবে এক গুরুত্বপূর্ণ শ্যুটিংয়ের জন্য সিডিউলের বাইরে গিয়েই শ্যুটিংয়ের প্ল্যান করলেন পরিচালক ৷ এমনকী, একথা রাজেশ খান্নাকেও জানিয়ে ছিলেন পরিচালক ৷ সব যখন রেডি ৷ প্রায় শ্যুটিং শুরু হবে বলে, ঠিক তখনই গায়েব রাজেশ খান্না ৷ প্রায় দু’ থেকে তিন ঘণ্টা কাটিয়ে শ্যুটিংয়ে ফিরলেন রাজেশ ৷
advertisement
শোনা যায়, এই ঘটনার পর পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায় এতটাই রেগে যান যে সিনেমার শ্যুটিং থামিয়ে দেন ৷ এমনকী, ঋষিকেশ নাকি ‘আনন্দ’ ছবি তৈরিই করবেন না বলে ঠিক করেছিলেন ৷ তবে ঋষিকেশ মুখোপাধ্যায়ের কাছে পুরো ঘটনার জন্য ক্ষমা চাওয়ার পরই ফের শুরু হয় আনন্দ !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 18, 2018 1:33 PM IST