Raja Chanda : ‘কাটাকুটি’ করে ওয়েবসিরিজে আত্মপ্রকাশ রাজা চন্দর

Last Updated:

ডিজিটাল মাধ্যমে পা রাখতে চলেছেন পরিচালক রাজা চন্দ (Raja Chanda)। তাঁর প্রথম সিরিজ ‘কাটাকুটি’। নিবেদনে রাজা চন্দ ফিল্মস। সিরিজের স্টার কাস্ট-এও রয়েছে বেশ অভিনবত্ব।

কলকাতা : ডিজিটাল মাধ্যমে পা রাখতে চলেছেন পরিচালক রাজা চন্দ (Raja Chanda)। তাঁর প্রথম সিরিজ ‘কাটাকুটি’। নিবেদনে রাজা চন্দ ফিল্মস। সিরিজের স্টার কাস্ট-এও রয়েছে বেশ অভিনবত্ব।
ওয়েব সিরিজের মাধ্যমেই নতুন করে দর্শক খুঁজে পেয়েছেন সৌরভকে। তাঁর বিপরীতে অভিনয় করছেন  ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিক খ্যাত, মানসী সেনগুপ্ত। একটি বিশেষ চরিত্রে রয়েছেন অভিজিৎ গুহ। অধিকাংশ শ্যুটিং সারা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ছয় পর্বের এই সিরিজ দেখা যাবে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। সিরিজের কাহিনি-চিত্রনাট্যকার অর্ণব ভৌমিক।
রাজা বললেন, ‘‘লকডাউনের সময় বাড়িতে বসে প্রচুর সিরিজ, ছবি দেখেছি। হোমওয়ার্ক এর মতোই কন্টেন্ট নিয়ে ঘাটাঘাটি করছিলাম। নিজেকে সর্বক্ষণ, সময় উপযোগী রাখতে হবে তো। দেখে মনে হলো আমি কেন পারব না ? তারপর একসময় ক্লিক কতৃপক্ষের সঙ্গে কথা হল। কাটাকুটি-র গল্পটা তাঁদের খুব ভাল লাগে। আমার প্রথম সিরিজ কোনওরকম আপস করছি না।’’
advertisement
advertisement
এই সিরিজ দিয়ে দর্শক পেতে চলেছেন নতুন জুটি সৌরভ-মানসী। এই প্রসঙ্গে রাজা জানালেন, ‘‘ প্রধান চরিত্রের জন্য আমার প্রথম পছন্দ সৌরভ ছিল না। কিন্তু ওর সঙ্গে যখন কথা বলি, ওয়ার্কশপ করি, বুঝতে পারি, ও কত বড় মাপের অভিনেতা। আর মানসীর নাম পরিচিত একজন আমাকে সাজেস্ট করে। মানসী প্রথম দিকে একটু আড়ষ্টতা ছিল। তবে ওঁ নিজের সেরাটাই দিয়েছে।’’
advertisement
সিরিজে সৌরভের চরিত্রের নাম আদিত্য। মধ্যবিত্ত পরিবারের হাসিখুশি ছেলে আদিত্য। একটু লাজুক। কম কথা বলে। সৌরভের চেয়ে বেশ আলাদা আদিত্য। বিয়ের আগের রাতে খুন হয়ে যায় তাঁর হবু স্ত্রী। তারপরই প্রতিশোধের গল্প হয়ে ওঠে এই সিরিজ। অভিনেতার কথায়, ‘‘থ্রিলার এর আগেও করেছি। কিন্তু একেবারে অ্যাকশন, আমার জন্য প্রথম। পরিশ্রম করতে হয়েছে। রাজাদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ।’’
advertisement
এই সিরিজের অংশ হতে পারে খুবই খুশি মানসী। তবে একসঙ্গে ধারাবাহিক ও সিরিজের কাজ সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে তাঁকে। মানসীর কথায়, ‘‘আমার কাছে যখন প্রস্তাবটা আসে, আমি চিত্রনাট্য না পড়েই রাজি হয়ে গিয়েছিলাম। আমার কাছে রাজা চন্দ নামটাই যথেষ্ট ছিল। সৌরভ আমার পরিচিত। তবে বিপরীতে এই প্রথম কাজ করলাম। সব মিলিয়ে অনেক কিছু শিখলাম।’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Raja Chanda : ‘কাটাকুটি’ করে ওয়েবসিরিজে আত্মপ্রকাশ রাজা চন্দর
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement