পায়ে আলতা, হাতে মেহেন্দি, আজই রাজের সঙ্গে বাঁধা পড়ছেন শুভশ্রী

Last Updated:

আজ বিয়ের পর ১৩ মে আরবানা ক্লাব হাউজে রয়েছে গ্র্যান্ড রিসেপশন পার্টি ।

#কলকাতা: এনগেজমেন্ট, রেজিস্ট্রি, ককটেল নাইট, আইবুড়ো ভাত, মেহেন্দির পর আজ অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাজ-শুভশ্রী । কাল থেকেই দুই পরিবার রয়েছে দঃ২৪ পরগণার বাওয়ালি রাজবাড়িতে । সেখানেই আজ সন্ধেয় চার হাত এক হবে রাজ-শুভশ্রীর ।
কাল সকালে আইবুড়ো ভাতের পর সন্ধেবেলায় ছিল মেহেন্দির পার্টি । সকালে সোনালি জরি বুটি অফ হোয়াইট তসর, লাল ব্লাউজ আর সোনার গয়নায় একেবারে সাবেকি বাঙালি সাজে সাজলেও সন্ধেবেলায় ট্রেন্ড মেনে গোল্ডেন গাউন পরেছিলেন শুভশ্রী । কানে ভারী দুল ।
advertisement
advertisement
মেহেন্দির পর পার্টিতে নাচতেও দেখা যায় দুজনকে । আইবুড়ো ভাত, আলতা পরা, মেহেন্দি সব আচারের ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ-শুভশ্রী ।
আজ বিয়ের পর ১৩ মে আরবানা ক্লাব হাউজে রয়েছে গ্র্যান্ড রিসেপশন পার্টি ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
পায়ে আলতা, হাতে মেহেন্দি, আজই রাজের সঙ্গে বাঁধা পড়ছেন শুভশ্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement