#বর্ধমান: একসপ্তাহ আগে এই বিয়েই ছিল টলিউডের সবচেয়ে বড় চর্চার বিষয় । আজ আট দিন পর রাজ-শুভশ্রীর অষ্টমঙ্গলা । আর রাজ-শুভশ্রীর বিয়ে মানেই এক্সক্লুসিভ সব ভিডিও ।শুধু বিয়ে-রিসেপশন নয় । গায়ে হলুদ, আইবুড়ো ভাত, ভাত-কাপড়ের মতো বিয়ের ঘরোয়া আচারের ভিডিও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজশ্রী । হতাশ করলেন না অষ্টমঙ্গলাতেও ।আরও পড়ুন: অষ্টমঙ্গলায় নিজের হাতে রাজের জোড় খুলে দিলেন শুভশ্রী, দেখুন ভিডিওআজ বর্ধমানে শুভশ্রীর বাপের বাড়িতে গিয়েছেন নব বর-বধূ । সেখানেই জোড় খোলা, কড়ি খেলার পর নিজের হাতে শুভশ্রীকে শাঁখা, পলা পরিয়ে দিলেন রাজ ।দেখুন ভাইরাল সেই ভিডিও ।