জোড় খুলতে অষ্টমঙ্গলায় বাপেরবাড়িতে রাজের সঙ্গে শুভশ্রী, দেখুন প্রথম ভিডিও

Last Updated:
#বর্ধমান: গত ১০ মে থেকেই বর্ধমানের বাজেপ্রতাপপুরের বাড়িটিকে আলো দিয়ে সাজানো হয়েছিল ৷ এ বাড়ির মেয়ে তো টলি-টাউনের পয়লা নম্বর নায়িকা ৷ তাঁর বিয়ের আসর বসেছিল দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে ৷ এই বাড়ির কর্তা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের মেয়ে ১১ মে এক্কেবারে হিন্দু রীতি ও আচার মেনে সাত পাকে বাঁধা পড়েছেন টলি পাড়ার নামী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ৷

Exclusive @rajchoco @subhashreeganguly_real @deboshree.ganguly

A post shared by Subhashree Ganguly FC Howrah (@subhashreegangulyfanclubhowrah) on

advertisement
advertisement
বাওয়ালি রাজবাড়িতে বিয়ের সেই অনুষ্ঠানের সাক্ষী থেকেছেন গোটা টলি পাড়া ৷তবে, শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় অপেক্ষা করেছিলেন আজকের দিনটার জন্য ৷ কেননা আজই অষ্টমঙ্গলায় স্বামীর সঙ্গে বাপেরবাড়িতে ফিরবেন শুভশ্রী ৷ এই শহরেই শুভশ্রীর বড় হয়ে ওঠা ৷ স্থানীয় স্কুলেই দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। প্রচুর বন্ধুবান্ধব রয়েছে বর্ধমানে। আর তাই শুভশ্রীর ইচ্ছে অনুযায়ী তার বড় হয়ে ওঠার শহরে আয়োজন করা হয়েছে বিশেষ রিসেপশনের। শুভশ্রীর বাবা দেবপ্রসাদ ও মা বীণাদেবী গত এক মাস ধরে এই রিসেপশন নিয়ে দারুণ ব্যস্ত ছিলেন।
advertisement
দেখুন সেই ভিডিও
  #Astomomgola @rajchoco @subhashreeganguly_real   A post shared by Subhashree Ganguly FC Howrah (@subhashreegangulyfanclubhowrah) on
advertisement
বিয়েটা যেহেতু কলকাতায় হয়েছে ৷ সেই কারণে শুভশ্রী চেয়েছিলেন, বর্ধমানের বাজেপ্রতাপপুরে একটি প্রীতিভোজের অনুষ্ঠান করা হোক ৷ আর শুভশ্রীর ইচ্ছেমতো অষ্টমঙ্গলার দিনই প্রীতিভোজের আয়োজন করেছেন দেবপ্রসাদবাবু ৷ এদিন সমস্ত আচার মেনে অষ্টমঙ্গলা পালন শুরু হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জোড় খুলতে অষ্টমঙ্গলায় বাপেরবাড়িতে রাজের সঙ্গে শুভশ্রী, দেখুন প্রথম ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement