Raj Kundra: 'রাজনীতিবিদরা পর্ন দেখেন, তারকা হন পর্নস্টাররা', রাজ কুন্দ্রার ট্যুইটে বিতর্ক
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
পর্নোগ্রাফি ফিল্ম (Pornography Film Shoot) তৈরি ও তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোমবার রাতেই মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির(Shilpa Shetty) স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্রা (Raj Kundra)।
#মুম্বই: পর্নোগ্রাফি ফিল্ম (Pornography Film Shoot) তৈরি ও তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোমবার রাতেই মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির(Shilpa Shetty) স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্রা (Raj Kundra)। এই মামলায় ইতিমধ্যে পুলিশের জালে ন'জন ধরা পড়েছে। রাজ কুন্দ্রার গ্রেফতারের একদিন পরই গ্রেফতার হন তাঁর এক সহকর্মী। মঙ্গলবার সকালেই রাজের সহকর্মী রায়ান থর্পকে পর্ন ছবি প্রযোজনা ও ছড়িয়ে দেওয়ার অপরাধে গ্রেফতার করে মুম্বই পুলিশ।এদিকে পর্ন ছবি তৈরির ব্যবসার সঙ্গে রাজ কুন্দ্রার নাম জড়ানোয় জল্পনা তুঙ্গে উঠেছে বলিউড ইন্ডাস্ট্রিতে।
Ok so here go's Porn Vs Prostitution. Why is it legal to pay someone for sex on camera? How is one different to the other??
— Raj Kundra (@TheRajKundra) March 29, 2012
advertisement
মঙ্গলবার সকালে মেডিক্যাল চেক-আপের পর মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালতে তোলা হয় রাজ কুন্দ্রা এবং তাঁর সহকারী রায়ান থর্পকে। মঙ্গলবার সকালে রাজ কুন্দ্রার সহযোগী রায়ানকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। এদিন দুজনেরই জামিনের আর্জি না-মঞ্জুর করেছে নগর দায়রা আদালত। দুই অভিযুক্তকেই আগামী ২৩শে জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে, জানিয়েছে এএনআই। আর ঠিক এই সময় ভাইরাল হয়েছে রাজ কুন্দ্রার পুরোনো ট্যুইট। সেই ট্যুইট নিয়ে শুরু হয়েছে জল্পনা।
advertisement

২০১২-র টুইটে রাজ প্রশ্ন তুলেছিলেন পতিতাবৃত্তি আর পর্ন ছবি নিয়ে। রাজের স্পষ্ট প্রশ্ন ছিল, "ক্যামেরার সামনে পর্ন ছবিতে অভিনয় আর পতিতাবৃত্তি কোথায় আলাদা? কেনই বা পর্ন ছবির অভিনেতাদের আলাদা সাম্মানিক দেওয়া হবে?" তবে এখানেই শেষ নয়। রাজের পরের ট্যুইট নিয়ে রীতিমতো ঝড় বইছে। সেখানে রাজের দাবি, ‘ক্রিকেটাররা মাঠেও খেলেন রাজনীতির ময়দানেও খেলেন। রাজনীতিবিদেরা পর্ন দেখেন। আর পর্ন তারকারা অভিনেতা হয়ে ওঠেন!’ রাজনীতিবিদরা পর্ণ দেখেন, এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সোচ্চার হয়েছেন। তবে রাজ পর্ন নয়ে এত প্রশ্ন ২০১২ সালেই করেছিলেন। এই ট্যুইট ঘিরে নানা রহস্য দানা বাঁধছে। প্রশ্ন তুলছেন অনেকেই। ঠিক কি ইঙ্গিত করতে চেয়েছেন রাজ, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 20, 2021 6:25 PM IST