জেলের মধ্যে কেন নগ্ন করা হয় শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে? ঠিক কী হয়েছিল? জানালেন সেই অন্ধকার দিনের কথা

Last Updated:

পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় শিল্পা শেট্টির স্বামীর।

রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি
রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি
পর্ন-কাণ্ডে রাজের নাম জড়ানোর পর ঝড় বয়ে গিয়েছে তাঁর জীবনে। হাজতবাসও করেছেন ধনী এই ব্যাবসায়ী। সেই বিতর্কের মাঝেও স্বামীর পাশে ছিলেন শিল্পা। এবার জীবনের এক অন্ধকার সময়ের গল্প শোনালেন রাজ কুন্দ্রা।
২০২১ সালে অন্ধকার ঘনিয়ে এসেছিল বলি তারকা শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রার জীবনে। ব্যবসায়ী রাজকে গ্রেফতার করা হয়েছিল পর্ন বানানো এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে। তবে রাজ সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। ৬৩ দিন কারাবন্দি হয়ে জীবন কাটিয়েছিলেন রাজ৷ হাজতে ওই কয়েকটা দিন কীভাবে সময়কে পেরোতে দেখছিলেন তিনি? ৬৩ দিনের গল্পের প্রেক্ষাপট নাকি এবার বড় পর্দায়।
advertisement
advertisement
পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় অভিনেত্রীর স্বামীর। প্রায় দু’মাসেরও বেশি সময় হাজতবাসও হয় তাঁর। জেল থেকে ছাড়া পেলেও জীবনের ওই অধ্যায় ভোলেননি তিনি। প্রতিটা রাত ছিল ভয়ঙ্কর। জেলে উলঙ্গ করা রাজকে। সেই নিয়েই মুখ খোলেন রাজ। রাজ বলেন, ‘‘যদিও এটাই জেলের নিয়ম। অভিযুক্ত কোনও মাদকদ্রব্য কিংবা ধারালো কোনও কিছু জেলের ভিতরে নিয়ে যাচ্ছেন কি না দেখার জন্য। ’’ তবে সেই বিবস্ত্র হওয়ার দিনের কথা আজও ভোলেননি তিনি।
advertisement
জেলে কাটানো ওই ৬৩ দিনের কাহিনি অভিনেত্রীর স্বামী নিয়ে আসছেন তাঁর জীবনীচিত্রে। ছবির নাম ‘ইউটি-৬৯’। রাজের পাশাপাশি শিল্পার চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়েও ঘোর জল্পনা। যে শিল্পা স্বামীর গ্রেফতারি নিয়ে সেই সময়ে বিশেষ মুখ খোলেননি, তিনি কি এবার সরাসরি পর্দায় হাজির হবেন স্বামীর জীবনীচিত্রে অভিনয় করতে? এখনও ধোঁয়াশা রয়েছে সেই বিষয় নিয়ে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জেলের মধ্যে কেন নগ্ন করা হয় শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে? ঠিক কী হয়েছিল? জানালেন সেই অন্ধকার দিনের কথা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement