হোম /খবর /বিনোদন /
রাজ কুন্দ্রার গ্রেফতারির পর প্রথমবার নীরবতা ভাঙলেন শিল্পা শেট্টি!

Raj Kundra Case : নীরবতা ভাঙলেন শিল্পা শেট্টি! স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারির পর প্রথমবার কী বললেন অভিনেত্রী?

শিল্পার প্রথম প্রতিক্রিয়া

শিল্পার প্রথম প্রতিক্রিয়া

Raj Kundra Case : গত ১৯ জুলাই সোমবার রাতে মুম্বই পুলিসের ক্রাইম ব্রাঞ্চ পর্নোগ্রাফি বানানো (Pornography Production) ও তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করে রাজ কুন্দ্রাকে (Raj Kundra)। তারপর থেকে শিল্পা শেট্টির(Shilpa Shetty) কোনও বয়ান সামনে আসেনি।

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

#মুম্বই : পর্নোগ্রাফিকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra) গ্রেফতারির পর থেকেই বার বার উঠে আসছিল তার নাম। স্বামীর ব্যবসায় তাঁর যোগ নিয়েও উঠেছে প্রশ্ন। অবশেষে মুখ খুললেন শিল্পা শেঠি (Shilpa Shetty)। সামাজিক মাধ্যমে খুবই সক্রিয় নায়িকা তাঁর নীরবতা ভাঙতেও সাহায্য নিয়েছেন সোশ্যাল মিডিয়ার। স্বামীর গ্রেফতারির পর সেখানেই প্রথমবার মুখ খুললেন শিল্পা।

গত ১৯ জুলাই সোমবার রাতে মুম্বই পুলিসের ক্রাইম ব্রাঞ্চ পর্নোগ্রাফি বানানো (Pornography Production) ও তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করে রাজ কুন্দ্রাকে। তারপর থেকে শিল্পার কোনও বয়ান সামনে আসেনি। ভাইরাল হয় রাজের গ্রেফতারির ঠিক আগে শিল্পার করা একটি পোস্ট। কিন্তু অবশেষে ৪ দিন পর মুখ খুললেন শিল্পা।

স্বামীর গ্রেফতারির সময় কীভাবে কঠিন সময় অতিবাহিত করছেন শিল্পা? বৃহস্পতিবার রাতে অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরি (Instagram Story) সেই কথাই বলে দিচ্ছে। বইয়ের পাতা থেকে তোলা একটি ছবি স্টোরিতে পোস্ট করেন শিল্পা। জেমস থার্বারের একটি উক্তি সেখানে দেখা যায়। যার অর্থ, 'রাগ নিয়ে পিছিয়ে যাওয়া নয়, ভয় নিয়ে এগিয়ে যাওয়াও নয়, সচেতন হওয়া প্রয়োজন।'

Photo : Instagram

শিল্পার শেয়ার করা স্টোরিতে বিশদে সেই উক্তির ব্যাখ্যাও দেওয়া রয়েছে। যেখানে লেখা, 'যাঁরা আমাদের দুঃখ দেয়, আমাদের হতাশা, দুর্ভাগ্যের প্রতি আমরা রাগ পোষণ করি। আমরা ভবিষ্যত নিয়ে আশঙ্কাগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু আমাদের বর্তমানের উপর বাঁচতে হবে। কী হবে বা কী হয়েছিল না ভেবে সম্পূর্ণ সচেতন থাকতে হবে কী হচ্ছে তা নিয়ে। আমি গভীর নিঃশ্বাস নিই। আগেও কঠিন চ্যালেঞ্জ অতিবাহিত করেছি। ভবিষ্যতেও করব। আমার জীবন উপভোগ করতে কোনও কিছুই বাধা হতে পারে না।'

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Raj Kundra, Shilpa Shetty Kundra