Bollywood Gossip: সিনেমা হলেও চোখ নামিয়ে নিয়েছিল দর্শক... জিনাত আমনের সেই সিনেমার গান! ফুলশয্যার ছবি দেখাতে গিয়ে সাহসিকতার সব সীমা অতিক্রম হয়েছিল সেই যুগে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
১৯৭৮ সালে রাজ কাপুরের ব্লকবাস্টার ছবিতে 'রূপা' চরিত্রে অভিনয় করে জিনাত আমান ইতিহাস সৃষ্টি করেছিলেন। এই চরিত্রটি নিয়ে অনেক বিতর্ক জন্মায়। রাজ কাপুর জিনাত আমানকে এমনভাবে উপস্থাপন করেছিলেন যে সিনেমা হলেও মানুষ চোখ নামিয়ে রেখেছিল।
মুম্বই: রাজ কাপুরের ছবির প্রতিটি দৃশ্যই মানুষের মনে গেঁথে থাকে। তাঁর ছবির গল্পের সঙ্গে কেউই তেমন প্রতিযোগিতা করতে পারেননি। কিন্তু ১৯৭৮ সালে, তিনি একটি ছবি নিয়ে আসেন যেখানে তিনি তাঁর ছেলে শশী কাপুরকে নিয়েছিলেন। ছবিতে শশী কাপুরের বিপরীতে ছিলেন জিনাত আমন। এই ছবির একটি গানে জিনাত এমন দৃশ্যের জন্ম দিয়েছিলেন যে মানুষ হতবাক হয়ে গিয়েছিল।
রাজ কাপুর পরিচালিত সেই ছবির নাম ‘সত্যম শিবম সুন্দরম’। যখন এই ছবিটি প্রেক্ষাগৃহে আসে, তখন এটি নিয়ে অনেক বিতর্ক হয়। ছবিতে জিনাত আমনের রূপার চরিত্রটি দেখে মানুষ হতবাক হয়ে যায়। ছবিতে ফুলশয্যার উপর চিত্রায়িত একটি গান অত্যন্ত অশ্লীলভাবে উপস্থাপন করা হয়েছিল। তবে এই গানটিও অনেক পছন্দ হয়েছিল। এটি ব্লকবাস্টার হিট হয়।
advertisement
advertisement
১৯৭৮ সালে রাজ কাপুরের ব্লকবাস্টার ছবিতে ‘রূপা’ চরিত্রে অভিনয় করে জিনাত আমান ইতিহাস সৃষ্টি করেছিলেন। এই চরিত্রটি নিয়ে অনেক বিতর্ক জন্মায়। রাজ কাপুর জিনাত আমনকে এমনভাবে উপস্থাপন করেছিলেন যে সিনেমা হলেও মানুষ চোখ নামিয়ে রেখেছিল। তবে জিনাত পুরো ছবিতে তাঁর চরিত্রটি নিয়ে খুব আত্মবিশ্বাসী ছিলেন। বিশেষ করে তার পোশাক নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। শশী কাপুর এবং জিনাত আমানের বিয়ের পর চিত্রায়িত ‘রং মহল কে দাস দরওয়াজে… না জানে কৌন সি খিড়কি খুলি থি…’ গানটি আলোড়ন সৃষ্টি করেছিল। জিনাতের সঙ্গে এই গানের শুটিং করার সময় রাজ কাপুর সাহসিকতার সমস্ত সীমা অতিক্রম করেছিলেন। তবে আজও এই গানটি মানুষের প্রিয়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 06, 2025 5:40 PM IST