হোম /খবর /বিনোদন /
নিষিদ্ধপল্লীর বাসিন্দাদের কাছে পৌঁছল খাবার, উদ্যোগে সামিল রাজ চক্রবর্তী

নিষিদ্ধপল্লীর বাসিন্দাদের কাছে পৌঁছল খাবার, উদ্যোগে সামিল রাজ চক্রবর্তী

রাজ চক্রবর্তী, ছবি-ফেসবুক

রাজ চক্রবর্তী, ছবি-ফেসবুক

ব্যারাকপুরের নিষিদ্ধপল্লীর বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া হল খাবার ৷ এক বেসরকারি সংস্থার এই উদ্যোগে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraorty) ৷

  • Last Updated :
  • Share this:

কলকাতা : ব্যারাকপুরের নিষিদ্ধপল্লীর বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া হল খাবার ৷ এক বেসরকারি সংস্থার এই উদ্যোগে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraorty) ৷ তারকা বিধায়কের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে কর্মসূচির ছবি ৷

প্রসঙ্গত ব্যারাকপুরের বিভিন্ন সমস্যায় জনপ্রতিনিধি রাজের উপস্থিতি এখন নেটমাধ্যমে বহু চর্চিত ৷ সম্প্রতি তিনি দেখা করেছেন প্রয়াত সাহিত্যি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সঙ্গে ৷ ব্যারাকপুরে স্টেশন রোডে তাঁদের বসতবাড়ি নিয়ে গত কয়েক মাস ধরেই সমস্যার শিকার বন্দ্যোপাধ্যায় পরিবার ৷ অভিযোগ, বাড়ির পাশে পুরসভার শপিং মল এবং বহুতল নির্মাণের ফলে তাঁদের বাড়ির প্রচুর ক্ষতিসাধন হয়েছে ৷ ইতিমধ্যেই পুরসভার তরফে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ৷ সমস্যার দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছে বিধায়ক রাজও ৷

কিছুদিন আগেই রাজের তরফে সাহায্য পৌঁছে গিয়েছে কর্মহীন অভিনেতা সুব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছেও ৷ লকডাউনে কাজের অভাবে আর্থিক সঙ্কটে পড়েছিলেন সুব্রত ৷ সংবাদমাধ্যমে তাঁর কথা জেনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যোগাযোগসূত্র বার করেন বিধায়ক ৷ গিরিশ পার্কে ভবঘুরে বেহালাবাদক ভগবান মালির কাছেও সাহায্য পৌঁছে দেন তিনি ৷ লকডাউন ও অতিমারি আবহে এবং পরবর্তীতে ইয়াসতাণ্ডবেও নিজের নির্বাচন কেন্দ্রে কোমর বেঁধে ত্রাণে সামিল হয়েছেন রাজ চক্রবর্তী৷

নিখরচায় খাবার বিতরণ, ‘মা কিচেন’-এর সূত্রপাত, রক্তদান শিবিরের উদ্বোধন, রেশন সামগ্রী বিলি, বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি ৷ পাশাপাশি, তাঁর সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ করেও সমস্যা থেকে রেহাই পেয়েছেন এলাকাবাসীও ৷

ব্যারাকপুরের মতো কঠিন আসনে বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্লাকে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি ৷ তার উপর, নির্বাচনোত্তর পরিস্থিতিতে সক্রিয় জননেতার ভূমিকাও পালন করেছেন ৷ কাজের ফলশ্রুতিও রাজ পেলেন ৷ তৃণমূলের সাংস্কৃতিক সেলের দায়িত্ব অর্পণ করা হয়েছে তাঁকে ৷ তারকা বিধায়কের জনপ্রিয়তা ও দায়িত্বভারের পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Raj Chakraorty