Raj Chakraborty: মেসির সঙ্গে ছবি পোস্ট করায় চূড়ান্ত কটাক্ষের শিকার শুভশ্রী... গণসাক্ষর ও অভিযোগ স্বামী তথা পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীর

Last Updated:

Raj Chakraborty: স্ত্রী শুভশ্রীকে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ও কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি বিধায়ক বলেন, 'কোনও ব্যক্তিকে উদ্দেশ্য করে এভাবে অশ্লীল ও কুরুচিকর মন্তব্য করা উচিত নয়। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন।'স্ত্রী শুভশ্রীকে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ও কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি বিধায়ক বলেন, 'কোনও ব্যক্তিকে উদ্দেশ্য করে এভাবে অশ্লীল ও কুরুচিকর মন্তব্য করা উচিত নয়। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন।'

গণসাক্ষর ও অভিযোগ স্বামী তথা পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী
গণসাক্ষর ও অভিযোগ স্বামী তথা পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী
সুবীর দে,খড়দহ: যুবভারতী থেকে একরাশ হতাশা নিয়ে ফিরেছিলেন মেসি-ভক্তরা। কয়েক হাজার টাকা দামের টিকিট কেটেও মেসিকে দেখতে পাননি বলেই অভিযোগ ছিল তাঁদের। যার জেরে হতাশা, আর তা থেকে চূড়ান্ত বিশৃঙ্খলা। গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসির ভারত সফরের প্রথম দিন ছিল। সেদিনই লাগামছাড়া বিশৃঙ্খলা তৈরি হয় কল্লোলিনীর বুকে। এদিন সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।  সেই অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতেই চরম কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। এবার শুভশ্রীকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে খড়দহ ও টিটাগড় থানায় গণসাক্ষর ও অভিযোগ দায়ের করলেন তাঁর স্বামী তথা পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী।
স্ত্রী শুভশ্রীকে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ও কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি বিধায়ক বলেন, ‘কোনও ব্যক্তিকে উদ্দেশ্য করে এভাবে অশ্লীল ও কুরুচিকর মন্তব্য করা উচিত নয়। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন।’
advertisement
advertisement
ইতিমধ্যে শুভশ্রীর পাশে দাঁড়িয়েছেন স্বামী রাজ চক্রবর্তী। তিনি জানান, যুবভারতীতে যে ঘটনা ঘটেছে, সেটা ফুটবলপ্রেমী বাঙালির অসম্মান। তিনি চান দোষীরা শাস্তি পান। কিন্তু মেসির সঙ্গে ছবি পোস্ট করার জন্য যেভাবে শুভশ্রীকে ট্রোলিংয়ের শিকার হয়েছে, তাতে রীতিমতো আহত রাজ। পরিচালক লিখেছেন, ‘ পরিচিত মুখ বলে একজন অভিনেত্রীর শারীরিক গঠন থেকে, তিনি বিধায়কের স্ত্রী, তাঁর সন্তান – পরিবার সব কিছুই সমালোচনায় বিষয় হয়ে উঠছে। কেন? তিনি একজন নারী বলে? বাংলা ইন্ডাস্ট্রির অভিনেত্রী বলে? যদি কোনো বলিউডের পরিচিত মুখ থাকতেন, আপনাদের ন্যারেটিভ এমনই হত? যারা ট্রোল করছেন তারা ভুলে যাচ্ছেন একজন মানুষের প্রতি, একজন নারীর প্রতি তাদের এই ব্যবহার থেকে যাবে আগামীর জন্যে। তাদের এই ব্যবহার থেকেই শিক্ষা নেবে আগামী প্রজন্ম। প্রতিবাদ আর অপমান দু’টো বিষয়ে বিস্তর ফারাক সেটা বোঝা এবং বোঝানো বিশেষ প্রয়োজন। গতকালের অরাজকতা, মাঠের মধ্যে যা কিছু হয়ে গেছে তার সঙ্গে শুভশ্রীর কোনো যোগাযোগ নেই। তিনিও আপনাদের মতই ফুটবলের মহাতারকাকে দেখতে গেছিলেন! শুভশ্রীও নিজেও গতকালের গোটা ঘটনাটি ভীষণভাবে আহত।…  আমাদের উচিত কালকের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া। আগামীকে শুধরাতে গেলে আমাদের সকলের একসাথে শেখা প্রয়োজন। আলোচনা সমালোচনায় সমাধান উঠে আসুক। ট্রোল কালচারে নয়। আর শুভশ্রী, ‘A woman with a voice, is by definition a strong woman and I know how strong you are! I love you, my wife. No matter where life takes us, I promise to always stand by your side.’
advertisement
এবার শুভশ্রীকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যর প্রতিবাদে খড়দহ ও টিটাগড় থানায় গণসাক্ষর ও অভিযোগ দায় করেছেন রাজ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Raj Chakraborty: মেসির সঙ্গে ছবি পোস্ট করায় চূড়ান্ত কটাক্ষের শিকার শুভশ্রী... গণসাক্ষর ও অভিযোগ স্বামী তথা পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীর
Next Article
advertisement
West Bengal Weather Update: হতে পারে শৈত্যপ্রবাহ ! আরও শীত দক্ষিণের জেলায়, আগামী দিনে আরও ঠান্ডা বাড়বে?
হতে পারে শৈত্যপ্রবাহ ! আরও শীত দক্ষিণের জেলায়, আগামী দিনে আরও ঠান্ডা বাড়বে?
  • হতে পারে শৈত্যপ্রবাহ

  • আরও শীত দক্ষিণের জেলায়

  • শীত স্থায়ী হবে অন্তত আরও পাঁচ দিন

VIEW MORE
advertisement
advertisement