‘লিভ ইন রিলেশনে ছিলাম, আমি অত্যাচার করলে বিয়ের সিন্ধান্ত নিল কেন? প্রিয়াঙ্কাকে প্রশ্ন রাহুলের

Last Updated:

নাহ, আর চিরদিনের মতো সঙ্গী হওয়া গেল না ৷ বরং রিলের প্রেম কাব্য, রিয়েলে এসে থমকেই গেল৷ সিরিয়াল থেকে বন্ধুত্ব, সিনেমার পর্দার প্রেম থেকে এক সঙ্গে সংসার বাঁধা, যেন এক নিমেষেই হয়ে গেল ‘বর-বউ খেলা !’ সম্পর্ক ভাঙল রাহুল-প্রিয়াঙ্কার ৷ ভালোবাসা এসে দাঁড়াল আদলাত চত্বরে ৷

#কলকাতা: নাহ, আর চিরদিনের মতো সঙ্গী হওয়া গেল না ৷ বরং রিলের প্রেম কাব্য, রিয়েলে এসে থমকেই গেল৷ সিরিয়াল থেকে বন্ধুত্ব, সিনেমার পর্দার প্রেম থেকে এক সঙ্গে সংসার বাঁধা, যেন এক নিমেষেই হয়ে গেল ‘বর-বউ খেলা !’ সম্পর্ক ভাঙল রাহুল-প্রিয়াঙ্কার ৷ ভালোবাসা এসে দাঁড়াল আদলাত চত্বরে ৷ লাভ লেটার আর নয়, বরং একের পর আইনি নোটিস ! আর মাঝখানে ছোট্ট সহজ !
বুধবার দুপুর থেকেই টলিপাড়ায় গুঞ্জন, আলোচনা শুরু ৷ টেলিভিশনের পর্দায় তখন রাহুলের নামে একের পর এক অভিযোগ সামনে আনছেন ৷ ব্রেকিংয়ের হাত ধরে সামনে আসছে রাহুলের প্রতি প্রিয়াঙ্কার অভিযোগ ৷ রাহুল নাকি প্রিয়াঙ্কাকে মানসিক, শারীরিক অত্যাচার করতেন ! এমনকী, প্রিয়াঙ্কা প্রকাশ্যে রাহুলকে জানিয়ে দিলেন, ছেলে সহজের জন্য ১ কোটি ২৫ লাখ টাকা দেওয়ার কথা ৷ আর তা নিয়েই রাহুলের বিরুদ্ধে মামলা
advertisement
অন্যদিকে সব শুনে, সব বুঝে রাহুল কিন্তু চুপ ছিলেন না ৷ প্রিয়াঙ্কার অভিযোগের পাল্টা জবাব দিলেন তিনিও ৷ প্রিয়াঙ্কাকে ছুঁড়লেন প্রশ্ন, ‘বিয়ের সিদ্ধান্ত নিল কেন প্রিয়াঙ্কা ? আমরা তো আগে ২ বছর লিভ ইন রিলেশনে ছিলাম !’
advertisement
রাহুল News18Bangla-কে জানিয়েছেন, ‘প্রিয়াঙ্কা বলছে, আমি এতদিন ধরে অত্যাচার করেছি ৷ ২ বছর ধরে তো লিভ ইন রিলশেন ছিলাম আমরা ৷ বিয়ের সিদ্ধান্ততে কেন গেল? ২০১৬ জুলাই থেকে প্রিয়াঙ্কা আলাদা থাকছে, ২০১৮তে এসে এসব মনে পড়ল? ’
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘লিভ ইন রিলেশনে ছিলাম, আমি অত্যাচার করলে বিয়ের সিন্ধান্ত নিল কেন? প্রিয়াঙ্কাকে প্রশ্ন রাহুলের
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement