Bollywood Actor: মুখ খুলতেই ...! তারকা অভিনেতাদের নিয়ে রাহুল বোসের গলায় 'অসন্তোষ'-এর সুর? কিন্তু কেন?

Last Updated:

Bollywood Actor: রাহুল বোস বলেন, “দর্শক যাঁকে গ্রহণ করবে তিনিই সেলেব্রিটি। অভিনয় ক্ষমতা ম্যাটার করে না। আমাকে দয়া করে ভুল বুঝবেন না। অনেক সেলেব্রিটিই দুর্দান্ত অভিনেতা।

রাহুল বোসের গলায় 'অসন্তোষ'-এর সুর?
রাহুল বোসের গলায় 'অসন্তোষ'-এর সুর?
মুম্বই: বলিউডে একেবারে হাতেগোনা কয়েকজন অভিনেতা-অভিনেত্রীই রয়েছেন, যাঁরা আর্টফিল্ম এবং বাণিজ্যিক ছবি, দুটিতেই সমান সফল। রাহুল বোস তাঁদের মধ্যে অন্যতম। কিন্তু বাণিজ্যিক তারকা এবং আর্ট ফিল্মের অভিনেতাদের মধ্যে তফাত কোথায়? হিন্দুস্তান টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে এই নিয়ে নিজের মতামত জানালেন অভিনেতা।
রাহুল বোসের মতে, দর্শক যাঁকে গ্রহণ করে তিনিই স্টার। এক্ষেত্রে অভিনয় ক্ষমতার বিশেষ গুরুত্ব নেই। তবে স্টার থাকলেই যে দর্শক দল বেঁধে ছবি দেখতে আসবেন তাও নয়। ‘দিল ধড়কনে দো’-এর অভিনেতা মনে করেন, বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেতা অসাধারণ সব চরিত্রের কারণে জনপ্রিয়তা পেয়ছেন। দর্শকরা তাঁদের প্রতি আকৃষ্ট হয়েছেন। তবে সত্যিকারের অভিনেতারা এখন প্রশংসা পাচ্ছেন।’
advertisement
advertisement
রাহুল বোস বলেন, “দর্শক যাঁকে গ্রহণ করবে তিনিই সেলেব্রিটি। অভিনয় ক্ষমতা ম্যাটার করে না। আমাকে দয়া করে ভুল বুঝবেন না। অনেক সেলেব্রিটিই দুর্দান্ত অভিনেতা। কিন্তু দর্শক যখন ট্ম ক্রুজের মতো সেলেব্রিটিকে দেখতে হলে যান, সে তিনি ভিয়েতনাম যুদ্ধের সেনা বা অভিজ্ঞ ফাইটার পাইলটের ভূমিকায় অভিনয় করুন না কেন, সেটা আসলে ক্যারিশ্মার টান। স্ক্রিপ্ট, পারফরম্যান্স, চরিত্র ছাপিয়ে ক্যারিশ্মাই প্রধান হয়ে দাঁড়ায়।
advertisement
সবটাই দৃষ্টিভঙ্গীর তফাত বলে মনে করেন রাহুল। তাঁর কথায়, “বিশাল ইন্ডাস্ট্রি। কেউ মনে করতে পারেন,ওহ, এই লোকটা শুধু অভিনয় প্রতিভার জোরে নয়, দুর্দান্ত সব চরিত্র পেয়েছে বলেই লোক টানতে পারছে। সেলেব্রিটির সঙ্গে আলাপ দারুণ অভিজ্ঞতা। অভিনেতার সঙ্গে আলাপ হলেও আপনি তার প্রশংসা করবেন, দেরিতে হলেও।“ আর্ট ফিল্মের পাশাপাশি জনপ্রিয় বাণিজ্যিক ছবিতেও চুটিয়ে অভিনয় করেছেন রাহুল। ছিলেন ‘চেইন কুলি কি মেইন কুলি’, ‘বুলবুল’, ‘চামেলি’। ‘প্যায়ার কি সাইড এফেক্টস’, ‘ঝংকার বিটস’ ইত্যাদি ছবিতে। তবে বড় প্রোডাকশন হাউজের ছবিতে কোনওদিনই দেখা যায়নি তাঁকে। কেন?
advertisement
রাহুল মনে করেন, বড় প্রোডাকশন হাউজের প্রত্যাশার সঙ্গে তাঁর অনুভূতি মেলে না। তাঁর কথায়, বড় বাজেটের ছবি পরিচালকরা সেলেব্রিটিদের সঙ্গে কাজ করতে চান। তাঁদেরই কাস্ট করেন। সেই সব চরিত্রে তাঁর অভিনয় করা কঠিন। কেরিয়ারের শুরুতেই তিনি বুঝে গিয়েছিলেন, সব জায়গায় তিনি কাজ পাবেন না। সেই মতোই নিজেকে তৈরি করেছেন তিনি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Actor: মুখ খুলতেই ...! তারকা অভিনেতাদের নিয়ে রাহুল বোসের গলায় 'অসন্তোষ'-এর সুর? কিন্তু কেন?
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement