Sandipta Sen : শৈশবকে হারাতে না চাওয়া তাঁর ‘সব মন কেমনের ঠিকানা’ সন্দীপ্তার জন্মদিনে আন্তরিক পোস্ট রাহুলের

Last Updated:

বন্ধুর (Sandipta Sen) জন্মদিনে আন্তরিক পোস্ট রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)

কলকাতা : কিছু দিন আগেই সংবাদমাধ্যমে বলেছিলেন সন্দীপ্তার (Sandipta Sen) মতো বন্ধু পেলে আর কিছু প্রয়োজন নেই ৷ সেই বন্ধুর জন্মদিনে আন্তরিক পোস্ট রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) ৷ প্রথমে ইনস্টাগ্রাম ৷ সেখানে পাকদণ্ডিতে শীতপোশাকে অপেক্ষমাণ দু’জনে ৷ সঙ্গে ক্যাপশন ‘আমার সব মন কেমনের ঠিকানা তুই...শুভ জন্মদিন সন্দীপ্তা’৷
শুক্রবার সকালে রাহুল আবার সন্দীপ্তাকে শুভেচ্ছা জানান ফেসবুকে ৷ এ বার তিনি বেছে নিয়েছেন অভিনেত্র্রীর ছোটবেলার ছবি ৷ সেখানে সম্ভবত রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে পাড়ার কোনও অনুষ্ঠানে নাচছেন সন্দীপ্তা ৷ ক্যাপশনে ইংরেজিতে রাহুল যা লিখেছেন তাঁর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘শিল্পী তার শৈশবকে হারাতে চাননি ৷ ’ সঙ্গে ভাল থাকার, সুস্থ থাকার শুভেচ্ছাও জানিয়েছেন রাহুল ৷ তাঁর পোস্টের প্রেক্ষিতে অনেক নেটিজেনই শুভেচ্ছা জানিয়েছেন সন্দীপ্তাকে ৷
advertisement
advertisement
জন্মদিন উপলক্ষে সন্দীপ্তা নিজেও নিজের ছবি পোস্ট করেছেন ৷ ফেসবুকে দেখা যাচ্ছে ডেনিমশোভিত হাসিমুখের সন্দীপ্তাকে ৷ এবং তাঁর ক্যাপশনেও শৈশবের জয়গান ৷ তিনি ইংরেজিতে যা লিখেছেন তার বাংলা তর্জমা করলে হয়, ‘বয়স বাড়বার সঙ্গে সঙ্গে নিজের ভিতরের শিশুটাকে ধরে রাখো’৷ হয়তো এই পোস্টের প্রেক্ষিতেই রাহুল লেখেন, সন্দীপ্তা বড় হওয়াকে প্রত্যাখ্যান করেছেন ৷
advertisement
অনেক দিন ধরেই গুঞ্জন, সন্দীপ্তার সঙ্গে প্রেমের জন্যই নাকি স্ত্রী প্রিয়াঙ্কা সঙ্গে বিচ্ছেদ রাহুলের ৷ ছেলে সহজকে একাই বড় করেন প্রিয়াঙ্কা ৷ তবে সহজের সঙ্গে সেরা মুহূর্ত ভাগ করে নেন রাহুলও ৷
রাহুল ও প্রিয়াঙ্কার ফের এক হয়ে যাওয়ার গুঞ্জন রয়ে গিয়েছে তাঁদের অনুরাগীদের জল্পনার স্তরেই ৷ সন্দীপ্তা এবং রাহুল দু’জনেই তাঁদের সম্পর্কের রটনা অস্বীকার করেছেন ৷ সন্দীপ্তা বলেওছেন, রাহুলের সঙ্গে তাঁর প্রেম নেই কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে সৌজন্যমূলক সম্পর্ক বজায় আছে ৷ কিন্তু তাঁর জন্মদিনে রাহুলের পোস্টে নতুন করে মিশতে শুরু করেছে নেটিজেনদের জল্পনা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sandipta Sen : শৈশবকে হারাতে না চাওয়া তাঁর ‘সব মন কেমনের ঠিকানা’ সন্দীপ্তার জন্মদিনে আন্তরিক পোস্ট রাহুলের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement