Rahul Arunoday Banerjee : ‘জীবনে কারও তো কোনও কাজে লাগিনি...’,মরণোত্তর অঙ্গদানের শপথ অভিনেতার

Last Updated:

নজিরবিহীন দৃষ্টান্ত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) ৷ অঙ্গদানের প্রতিশ্রুতি নিলেন অভিনেতা ৷ শনিবার সকালে সে খবর তিনি জানালেন ফেসবুকে ৷

কলকাতা : নজিরবিহীন দৃষ্টান্ত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) ৷ অঙ্গদানের প্রতিশ্রুতি নিলেন অভিনেতা ৷ শনিবার সকালে সে খবর তিনি জানালেন ফেসবুকে ৷
সামাজিক মাধ্যমে শংসাপত্রের ছবি পোস্ট করেছেন রাহুল ৷ সেখানে জানানো হয়েছে, অঙ্গদান করে জীবন বাঁচানোর শপথ নিয়েছেন রাহুল ৷ আগামী চার সপ্তাহের মধ্যে পিডিএফ ফরম্যাটে তিনি নিজের ই-কার্ড পেয়ে যাবেন ৷ সেই নথি তিনি পিডিএফ ফরম্যাট বা প্রিন্ট আউট, যে কোনও ভাবে নিজের কাছে রাখতে পারবেন ৷ ভারতীয় আইন অনুযায়ী, রাহুলের মৃত্যুর পর তাঁর ঘনিষ্ঠ পরিজন সিদ্ধান্ত নেবেন অঙ্গদানের বিষয়ে ৷ রাহুলকে অনুরোধ করা হয়েছে তাঁর সংকল্পের কথা পরিবার পরিজনকে জানিয়ে রাখতে ৷ পাশাপাশি, কার্ডটি সবসময় তাঁর নিজের কাছে রাখার জন্যও বলা হয়েছে ৷
advertisement
advertisement
টলিউডের অভিনেতাদের ভিড়ে রাহুল যে ছকভাঙা, সেই নজির তিনি আগেও রেখেছেন ৷ সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইলেও বিভিন্ন প্রসঙ্গে পোস্ট করেন তিনি ৷ কিছু দিন আগেই তিনি সমালোচনা করেন সেই নেটিজেনদের যাঁরা মাধ্যমিক পরীক্ষার্থীদের ট্রোল করে বিভিন্ন মিম পোস্ট করছিলেন ৷ রাহুল লেখেন, ‘‘‘যারা ১৫-১৬ বছরের কিশোর কিশোরীদের রেজাল্ট নিয়ে বিদ্রূপ করছেন তারা হয় কৃমি, নয় ক্রিমিনাল৷’’ নেটিজেনরা সহমত অভিনেতার সঙ্গে ৷ সম্প্রতি অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে ট্রোল করা হয় ফেসবুকে ৷ কিছু নেটিজেন রব তোলেন, ঋত্বিকের ‘গ্রুমিং’-এর প্রয়োজন ৷ উত্তরে রাহুল পাল্টা তাঁর ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘‘গ্রুমিংয়ের ঋত্বিক প্রয়োজন৷’’ পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবকর্তাদের নিয়েও সম্প্রতি তোপ দেগেছেন তিনি ৷
advertisement
রাহুল এই মুহূর্তে অভিনয় করছেন ধারাবাহিক ও ওয়েব সিরিজে ৷ ‘দেশের মাটি’ ধারাবাহিকে তাঁর রাজা চরিত্রটি দর্শকদের পছন্দের প্রথম সারিতে রয়েছে ৷ ব্যক্তিগত জীবনে আছড়ে পড়েছে সন্দীপ্তা, রুকমা-সহ একের পর এক সম্পর্কের গুঞ্জন ৷ কিন্তু সে সব রয়ে গিয়েছে গুঞ্জনের স্তরেই ৷ একাই আছেন রাহুল ও প্রিয়াঙ্কা ৷ তবু দু’জনের জীবনের বড় জায়গা জুড়ে থাকে ছোট্ট সহজ ৷
advertisement
রাহুলের পোস্টে উঁকি দিয়ে যায় তাঁর শৈশব ও ফেলে আসা জীবনও ৷ নেটিজেনদের মন ছুঁয়ে যায় পোস্টের সঙ্গে রাহুলের ক্যাপশনও ৷ অঙ্গদানের শপথের পোস্টও তার ব্যতিক্রম নয় ৷ শংসাপত্রের ছবি পোস্ট করে রাহুল লিখেছেন ‘জীবনে কারও তো কোনও কাজে লাগিনি...’৷ রাহুলের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee : ‘জীবনে কারও তো কোনও কাজে লাগিনি...’,মরণোত্তর অঙ্গদানের শপথ অভিনেতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement