Home /News /entertainment /
Rahul Arunoday Banerjee: ‘হয় কৃমি, নয় ক্রিমিনাল’, কাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা?

Rahul Arunoday Banerjee: ‘হয় কৃমি, নয় ক্রিমিনাল’, কাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা?

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় , ছবি-ফেসবুক

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় , ছবি-ফেসবুক

মাধ্যমিক নিয়ে ট্রোলিংয়ে মেতেছেন যে নেটিজেনরা, সামাজিক মাধ্যমেই তাঁদের একহাত নিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) ৷

 • Share this:

  কলকাতা : ‘তা হলে কি এ বার ৭৯ জনকে একসঙ্গে দেখা যাবে?’ এই বলে বিশেষ প্রকাশনী সংস্থার একটি বইয়ের বিজ্ঞাপনের কথা উল্লেখ করা হয়েছে ৷ আবার অনেকেই পোস্ট করেছেন টেনিদার ছবি ৷ সঙ্গে ক্যাপশন, ‘এ বার নতুন ক্লাসে উঠল টেনিদাও ৷ কারণ এ বার সকলেই পাস!’ এরকম একাধিক মিমে সামাজিক মাধ্যমে ছয়লাপ ৷ শ্লেষাত্মক পোস্টগুলির নিশানায় এ বারের মাধ্যমিক উত্তীর্ণরা ৷ পরীক্ষা না হয়েও উত্তীর্ণ হয়ে নতুন শ্রেণীতে পা রাখার ঘটনা নিয়েও ট্রোল চলেছে ব্যাপক ৷

  মাধ্যমিক নিয়ে ট্রোলিংয়ে মেতেছেন যে নেটিজেনরা, সামাজিক মাধ্যমেই তাঁদের একহাত নিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) ৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘যারা ১৫-১৬ বছরের কিশোর কিশোরীদের রেজাল্ট নিয়ে বিদ্রূপ করছেন তারা হয় কৃমি, নয় ক্রিমিনাল৷’’ নেটিজেনরা সহমত অভিনেতার সঙ্গে ৷

  তবে কেউ কেউ সেখানে বলেছেন, এই বিদ্রূপ বা শ্লেষ কোনও ছাত্রছাত্রীর উদ্দেশে নয় ৷ বরং, ব্যঙ্গের নিশানায় রয়েছে সিস্টেম বা সম্পূর্ণ প্রক্রিয়া ৷ যার মাশুল দিতে হয়েছে পড়ুয়াদের৷ প্রসঙ্গত বাম নেতা শতরূপ ঘোষও ফেসবুকে এই সংক্রান্ত মিম পোস্ট করে নিজেই ট্রোলড হয়েছেন ৷

  তবে ট্রোলিংয়ের বিরুদ্ধে এই প্রথম নয়, এর আগেও প্রতিবাদে মুখর হয়েছেন রাহুল ৷ সম্প্রতি অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে ট্রোল করা হয় ফেসবুকে ৷ কিছু নেটিজেন রব তোলেন, ঋত্বিকের ‘গ্রুমিং’-এর প্রয়োজন ৷ উত্তরে রাহুল পাল্টা তাঁর ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘‘গ্রুমিংয়ের ঋত্বিক প্রয়োজন৷’’

  রাহুল এই মুহূর্তে চুটিয়ে কাজ করছেন ধারাবাহিক ও ওয়েব সিরিজে ৷ ‘দেশের মাটি’ ধারাবাহিকে তাঁর রাজা চরিত্রটি দর্শকদের পছন্দের প্রথম সারিতে রয়েছে ৷ ব্যক্তিগত জীবনে আছড়ে পড়েছে সন্দীপ্তা, রুকমা-সহ একের পর এক সম্পর্কের গুঞ্জন ৷ কিন্তু সে সব রয়ে গিয়েছে গুঞ্জনের স্তরেই ৷ একাই আছেন রাহুল ও প্রিয়াঙ্কা ৷ তবু দু’জনের জীবনের বড় জায়গা জুড়ে থাকে ছোট্ট সহজ ৷

  Published by:Arpita Roy Chowdhury
  First published:

  Tags: Rahul arunoday banerjee

  পরবর্তী খবর