Rahul Arunoday Banerjee: ‘হয় কৃমি, নয় ক্রিমিনাল’, কাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা?

Last Updated:

মাধ্যমিক নিয়ে ট্রোলিংয়ে মেতেছেন যে নেটিজেনরা, সামাজিক মাধ্যমেই তাঁদের একহাত নিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) ৷

কলকাতা : ‘তা হলে কি এ বার ৭৯ জনকে একসঙ্গে দেখা যাবে?’ এই বলে বিশেষ প্রকাশনী সংস্থার একটি বইয়ের বিজ্ঞাপনের কথা উল্লেখ করা হয়েছে ৷ আবার অনেকেই পোস্ট করেছেন টেনিদার ছবি ৷ সঙ্গে ক্যাপশন, ‘এ বার নতুন ক্লাসে উঠল টেনিদাও ৷ কারণ এ বার সকলেই পাস!’ এরকম একাধিক মিমে সামাজিক মাধ্যমে ছয়লাপ ৷ শ্লেষাত্মক পোস্টগুলির নিশানায় এ বারের মাধ্যমিক উত্তীর্ণরা ৷ পরীক্ষা না হয়েও উত্তীর্ণ হয়ে নতুন শ্রেণীতে পা রাখার ঘটনা নিয়েও ট্রোল চলেছে ব্যাপক ৷
মাধ্যমিক নিয়ে ট্রোলিংয়ে মেতেছেন যে নেটিজেনরা, সামাজিক মাধ্যমেই তাঁদের একহাত নিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) ৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘যারা ১৫-১৬ বছরের কিশোর কিশোরীদের রেজাল্ট নিয়ে বিদ্রূপ করছেন তারা হয় কৃমি, নয় ক্রিমিনাল৷’’ নেটিজেনরা সহমত অভিনেতার সঙ্গে ৷
advertisement
তবে কেউ কেউ সেখানে বলেছেন, এই বিদ্রূপ বা শ্লেষ কোনও ছাত্রছাত্রীর উদ্দেশে নয় ৷ বরং, ব্যঙ্গের নিশানায় রয়েছে সিস্টেম বা সম্পূর্ণ প্রক্রিয়া ৷ যার মাশুল দিতে হয়েছে পড়ুয়াদের৷ প্রসঙ্গত বাম নেতা শতরূপ ঘোষও ফেসবুকে এই সংক্রান্ত মিম পোস্ট করে নিজেই ট্রোলড হয়েছেন ৷
advertisement
তবে ট্রোলিংয়ের বিরুদ্ধে এই প্রথম নয়, এর আগেও প্রতিবাদে মুখর হয়েছেন রাহুল ৷ সম্প্রতি অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে ট্রোল করা হয় ফেসবুকে ৷ কিছু নেটিজেন রব তোলেন, ঋত্বিকের ‘গ্রুমিং’-এর প্রয়োজন ৷ উত্তরে রাহুল পাল্টা তাঁর ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘‘গ্রুমিংয়ের ঋত্বিক প্রয়োজন৷’’
রাহুল এই মুহূর্তে চুটিয়ে কাজ করছেন ধারাবাহিক ও ওয়েব সিরিজে ৷ ‘দেশের মাটি’ ধারাবাহিকে তাঁর রাজা চরিত্রটি দর্শকদের পছন্দের প্রথম সারিতে রয়েছে ৷ ব্যক্তিগত জীবনে আছড়ে পড়েছে সন্দীপ্তা, রুকমা-সহ একের পর এক সম্পর্কের গুঞ্জন ৷ কিন্তু সে সব রয়ে গিয়েছে গুঞ্জনের স্তরেই ৷ একাই আছেন রাহুল ও প্রিয়াঙ্কা ৷ তবু দু’জনের জীবনের বড় জায়গা জুড়ে থাকে ছোট্ট সহজ ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee: ‘হয় কৃমি, নয় ক্রিমিনাল’, কাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement