Rahul and Rukma : ‘রাজমা’-র ‘প্রেমে’ মজেছে নেটিজেনদের মন

Last Updated:

এ বার তিনি শেয়ার করলেন তাঁর এবং রুকমার ছবি ৷ ‘দেশের মাটি’ ধারাবাহিকের সেই ছবিতে রাজারূপী রাহুলের বক্ষলগ্না মাম্পির ভূমিকায় অভিনয় করা রুকমা ৷

কলকাতা : নিভৃতবাসে থেকেও নেটিজেনদের চর্চায় এখন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ৷ দিন কয়েক আগে তিনি ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির একটি স্থিরচিত্র শেয়ার করেছিলেন ৷ প্রিয়াঙ্কার সঙ্গে নিজের ফ্রেমবন্দি হওয়া সে ছবির ক্যাপশন দিয়েছিলেন ‘জুটিতে দুটিতে’ ৷ তার পর স্বভাবতই প্রশ্ন ওঠে, তা হলে কি আবার এক হয়ে যাচ্ছেন রাহুল ও প্রিয়াঙ্কা ৷ জোড়া লেগে যাচ্ছে এই রোমান্টিক জুটির সম্পর্ক ?
জল্পনা বেশি জমে ওঠার আগেই নতুন চমক অভিনেতার ৷ এ বার তিনি শেয়ার করলেন তাঁর এবং রুকমার ছবি ৷ ‘দেশের মাটি’ ধারাবাহিকের সেই ছবিতে রাজারূপী রাহুলের বক্ষলগ্না মাম্পির ভূমিকায় অভিনয় করা রুকমা ৷ ছবির সঙ্গে রাহুল বাজিমাত করেছেন ক্যাপশনে ৷  নিজেদের নাম দিয়েছেন ‘রাজমা’ ৷ নিপাতনে সিদ্ধ হলেও রাহুল + রুকমার এই সন্ধিবদ্ধ পদের নামকরণে উচ্ছ্বসিত নেটিজেনরা ৷
advertisement
advertisement
‘দেশের মাটি’ ধারাবাহিকে রাজা মাম্পির জুটি ইতিমধ্যেই চর্চিত ৷ স্বরূপনগরের মুখোপাধ্যায় পরিবারের সেজ ছেলের বড় মেয়ে মাম্পি এবং ওই একই পরিবারের ছায়ায় বড় হয়ে ওঠা রাজার প্রেমে মজেছে টেলিদর্শকদের মন ৷ জনপ্রিয়তার পারদ এতটাই ঊর্ধ্বমুখী, সোশ্যাল মিডিয়ায় দাবিও ওঠে, তাঁদের প্রেম আরও বেশি দেখাতে হবে ৷ এই জুটির কাছে পছন্দের নিরিখে অনেকটাই পিছিয়ে পড়েছে নোয়া কিয়ান জুটি ৷ অভিমত দর্শকদের ৷ অনস্ক্রিন জনপ্রিয় জুটির শর্ত মেনে পর্দার বাইরেও রাহুল-রুকমার সম্পর্ক নিয়ে ইতিমধ্যে গুঞ্জন তুঙ্গে ৷ সত্যি নাকি রুকমার প্রেমে হাবুডুবু খাচ্ছেন রাহুল ? এই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন অভিনেতা নিজেই ৷ কিন্তু তাতে থেমে যায়নি নেটিজেনদের কল্পনার রঙিন পারদ ৷ উত্তাপের আঁচ আরও বাড়িয়ে দিল রাহুলের পোস্ট করা ‘রাজমা’ ৷ আপাতত এই রাজমার স্বাদেই বুঁদ নেটিজেনরা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul and Rukma : ‘রাজমা’-র ‘প্রেমে’ মজেছে নেটিজেনদের মন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement