Rahul and Rukma : ‘রাজমা’-র ‘প্রেমে’ মজেছে নেটিজেনদের মন

Last Updated:

এ বার তিনি শেয়ার করলেন তাঁর এবং রুকমার ছবি ৷ ‘দেশের মাটি’ ধারাবাহিকের সেই ছবিতে রাজারূপী রাহুলের বক্ষলগ্না মাম্পির ভূমিকায় অভিনয় করা রুকমা ৷

কলকাতা : নিভৃতবাসে থেকেও নেটিজেনদের চর্চায় এখন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ৷ দিন কয়েক আগে তিনি ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির একটি স্থিরচিত্র শেয়ার করেছিলেন ৷ প্রিয়াঙ্কার সঙ্গে নিজের ফ্রেমবন্দি হওয়া সে ছবির ক্যাপশন দিয়েছিলেন ‘জুটিতে দুটিতে’ ৷ তার পর স্বভাবতই প্রশ্ন ওঠে, তা হলে কি আবার এক হয়ে যাচ্ছেন রাহুল ও প্রিয়াঙ্কা ৷ জোড়া লেগে যাচ্ছে এই রোমান্টিক জুটির সম্পর্ক ?
জল্পনা বেশি জমে ওঠার আগেই নতুন চমক অভিনেতার ৷ এ বার তিনি শেয়ার করলেন তাঁর এবং রুকমার ছবি ৷ ‘দেশের মাটি’ ধারাবাহিকের সেই ছবিতে রাজারূপী রাহুলের বক্ষলগ্না মাম্পির ভূমিকায় অভিনয় করা রুকমা ৷ ছবির সঙ্গে রাহুল বাজিমাত করেছেন ক্যাপশনে ৷  নিজেদের নাম দিয়েছেন ‘রাজমা’ ৷ নিপাতনে সিদ্ধ হলেও রাহুল + রুকমার এই সন্ধিবদ্ধ পদের নামকরণে উচ্ছ্বসিত নেটিজেনরা ৷
advertisement
advertisement
‘দেশের মাটি’ ধারাবাহিকে রাজা মাম্পির জুটি ইতিমধ্যেই চর্চিত ৷ স্বরূপনগরের মুখোপাধ্যায় পরিবারের সেজ ছেলের বড় মেয়ে মাম্পি এবং ওই একই পরিবারের ছায়ায় বড় হয়ে ওঠা রাজার প্রেমে মজেছে টেলিদর্শকদের মন ৷ জনপ্রিয়তার পারদ এতটাই ঊর্ধ্বমুখী, সোশ্যাল মিডিয়ায় দাবিও ওঠে, তাঁদের প্রেম আরও বেশি দেখাতে হবে ৷ এই জুটির কাছে পছন্দের নিরিখে অনেকটাই পিছিয়ে পড়েছে নোয়া কিয়ান জুটি ৷ অভিমত দর্শকদের ৷ অনস্ক্রিন জনপ্রিয় জুটির শর্ত মেনে পর্দার বাইরেও রাহুল-রুকমার সম্পর্ক নিয়ে ইতিমধ্যে গুঞ্জন তুঙ্গে ৷ সত্যি নাকি রুকমার প্রেমে হাবুডুবু খাচ্ছেন রাহুল ? এই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন অভিনেতা নিজেই ৷ কিন্তু তাতে থেমে যায়নি নেটিজেনদের কল্পনার রঙিন পারদ ৷ উত্তাপের আঁচ আরও বাড়িয়ে দিল রাহুলের পোস্ট করা ‘রাজমা’ ৷ আপাতত এই রাজমার স্বাদেই বুঁদ নেটিজেনরা ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul and Rukma : ‘রাজমা’-র ‘প্রেমে’ মজেছে নেটিজেনদের মন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement