Rahul Arunoday : শুধু অভিনয়ের ধরনেই নয়, রাহুলের নটজীবনের সূত্রপাতেও জড়িয়ে ‘পোস্টমাস্টার’

Last Updated:

হারানো শৈশবের কোলাজ মাঝে মাঝেই শেয়ার করেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)৷ কিছু দিন হল তিনি পোস্ট করেছেন ছোটবেলায় পাওয়া একটি সার্টিফিকেট বা অভিজ্ঞানপত্র ৷

কলকাতা : হারানো শৈশবের কোলাজ মাঝে মাঝেই শেয়ার করেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)৷ কিছু দিন হল তিনি পোস্ট করেছেন ছোটবেলায় পাওয়া একটি সার্টিফিকেট বা অভিজ্ঞানপত্র ৷ সেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আয়োজিত পথ নাটক প্রতিযোগিতায় ১৯৯৪ সালে অংশ নিয়েছিলেন অরুণোদয় ৷ শুধু অংশগ্রহণই নয় ৷ রাহুল সেই প্রতিযোগিতায় ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’-র স্থান পেয়েছিলেন ৷
শংসাপত্রে বিশেষ অতিথি-র নামের জায়গায় অনিল চট্টোপাধ্যায়ে স্বাক্ষর৷ প্রয়াত অভিনেতা ছিলেন ওই প্রতিযোগিতার বিশেষ অতিথি ৷ রাহুলকে অনেকেই বলেছেন তাঁর সঙ্গে অনিল চট্টোপাধ্যায়ের অনেক মিল আছে ৷ কিন্তু অনেকেই জানেন না তাঁর অভিনয়জীবনের সূত্রপাতেও স্পর্শ ছিল ‘পোস্টমাস্টার’-এর ৷
advertisement
কিছু দিন আগে রাহুলের পোস্ট নিয়ে তুঙ্গে উঠেছিল জল্পনা ৷ প্রশ্ন উঠেছিল, তাহলে কি রাহুল-প্রিয়াঙ্কা সম্পর্ক কি আবার জোড়া লাগছে?
advertisement
২০০৮ সালে মুক্তি পেয়েছিল রাহুল প্রিয়াঙ্কার প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’৷ জুটির পাশাপাশি পরিচালক রাজ চক্রবর্তীও তখন ছিলেন নবাগত ৷ তিনজনকেই ইন্ডাস্ট্রিতে পায়ের নীচে মজবুত জমি এনে দিতে সাহায্য করেছিল বক্সঅফিসে চূড়ান্ত সফল এই ছবি ৷ সেই ছবির একটি স্টিল ফোটোগ্রাফ ইনস্টাগ্রামে কিছু দিন আগে শেয়ার করেছেল রাহুল ৷ ছবির ক্যাপশন রাহুল দিয়েছেন ‘জুটিতে দুটিতে’৷
advertisement
ব্লকবাস্টার ছবির স্মৃতি ফিরে আসায় নেটিজেনরা উচ্ছ্বসিত ৷ তাঁদের মনের ভাব ধরা পড়ে কমেন্ট বক্সেই ৷ তা হলে কি ভাঙা সম্পর্ক জোড়া লাগছে? সে প্রশ্নও করেন অনেকে ৷ কিন্তু কোনও উত্তর আসেনি সে সময়ে নিভৃতবাসে থাকা করোনা আক্রান্ত রাহুলের তরফে ৷ পরে অবশ্য প্রিয়াঙ্কার পোস্টে ইঙ্গিত আসে, তিনি একাই বেশ ভাল আছেন ৷
advertisement
তার পরও বিভিন্ন বিষয় নিয়ে রাহুল পোস্ট করেছেন ৷ তাঁর বাকি পোস্টের মতো ছোটবেলার পথনাটকের অভিজ্ঞানপত্র নিয়েও নেটিজেনরা উচ্ছ্বসিত ৷ সকলেই বলেছেন, এই অভিজ্ঞান সত্যিই জীবনের সেরা সম্পদ ও প্রাপ্তি ৷ অনিল চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয়ধারায় রাহুলের যে সাদৃশ্য আছে, সে কথাও বলেছেন নেটিজেনরা ৷ একজন বলেছেন, এই জন্যই বলা হয় সকালের সূত্রপাতই বলে দেয় সারা দিন কেমন যাবে ৷ স্বাক্ষরস্থলে অনিল চট্টোপাধ্যায়ের অপূর্ব হস্তাক্ষরেও মুগ্ধ নেটিজেনরা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday : শুধু অভিনয়ের ধরনেই নয়, রাহুলের নটজীবনের সূত্রপাতেও জড়িয়ে ‘পোস্টমাস্টার’
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement