Rahul-Sreya New Movie: শ্রেয়ার সামনে আমি ভীত... নবাগতা অভিনেত্রীর সঙ্গে জুটি রাহুলের, ডুয়ার্স দিয়েই সফর শুরু ছবির

Last Updated:

Rahul-Sreya New Movie: একজন তারকা, অন্যজন সেই যাত্রার শুরুর ধাপে। সম্প্রতি ‘বেলাইন’ ছবিতে নজর কেড়েছে শ্রেয়ার অভিনয়। নবাগতার সঙ্গে কাজ করে কেমন অভিজ্ঞতা রাহুলের?

নবাগতা শ্রেয়ার সঙ্গে জুটি বাঁধলেন রাহুল
নবাগতা শ্রেয়ার সঙ্গে জুটি বাঁধলেন রাহুল
কলকাতা: নতুন জুটি টলিউডে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং শ্রেয়া ভট্টাচার্য। আরপিএস প্রোডাকশনস প্রযোজিত, মৈনাক পাল পরিচালিত ‘অজান্তে’ ছবিতে দম্পতির চরিত্রে অভিনয় বাংলার দুই শিল্পীর। একজন তারকা, অন্যজন সেই যাত্রার শুরুর ধাপে। সম্প্রতি ‘বেলাইন’ ছবিতে নজর কেড়েছে শ্রেয়ার অভিনয়। এর আগে ‘সাঁঝবাতি’, ‘জ্যেষ্ঠপুত্র’-তেও কাজ করেছেন তিনি। নবাগতার সঙ্গে কাজ করে কেমন অভিজ্ঞতা রাহুলের?
নিউজ18 বাংলার সঙ্গে কথোপকথনের সময়ে রাহুল বললেন, ‘‘শ্রেয়া খুবই শক্তিশালী অভিনেত্রী। যাকে বলে পাওয়ারহাউজ। আমি তো ওর সামনে ভয়ে ছিলাম।’’ উল্টোদিকে ইন্ডাস্ট্রির সিনিয়র হিসেবে যে শ্রেয়াকে নানা ভাবে সাহায্য করেছেন অভিনেতা, সে কথা জানালেন শ্রেয়া।
advertisement
advertisement
নিউজ18 বাংলাকে শ্রেয়া বললেন, ‘‘রাহুলদা এমন একজন সিনিয়র, যাকে বন্ধু বলতে অসুবিধা হয় না। যে তোমাকে পথ দেখাবে শেখাবে, নানা বিষয়ে অকপটে কথা বলা যায়। তাই কাজ করতে গিয়েও খুব সুবিধা হয়েছে।’’
উত্তরবঙ্গের ডুয়ার্স দিয়েই ছবি তৈরির সফর শুরু হয়েছে। সম্প্রতি সেই শ্যুট সেরে কলকাতায় ফিরেছেন কলাকুশলীরা। কলকাতা শহরে তৈরি হবে ছবির বাকি ধাপ। বিশ্বজিৎ চক্রবর্তী, অরুণ বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারাও রয়েছেন এই ছবিতে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul-Sreya New Movie: শ্রেয়ার সামনে আমি ভীত... নবাগতা অভিনেত্রীর সঙ্গে জুটি রাহুলের, ডুয়ার্স দিয়েই সফর শুরু ছবির
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement