করোনায় সংক্রমিত রাহুল অরুণোদয়, রসিকতার ছলে জানালেন সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

বাড়িতেই নিভৃতবাসে আছেন অভিনেতা ৷ ফেসবুকে তাঁর পোস্টের পর ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রির বাইরে অনেকেই দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন ৷ সঙ্গে রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শও৷

কলকাতা : কোভিডে আক্রান্ত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ৷ ফেসবুকে নিজেই অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেতা ৷ তবে তাঁর পোস্টে মিশে আছে রসিকতার ছোঁয়াও ৷
কিছু দিন ধরে জ্বর ও সামান্য উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করান ‘দেশের মাটি’-র রাজা ৷ সোমবার জানা যায় তিনি সংক্রমিত হয়েছেন ৷ বাড়িতেই নিভৃতবাসে আছেন অভিনেতা ৷ ফেসবুকে তাঁর পোস্টের পর ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রির বাইরে অনেকেই দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন ৷ সঙ্গে রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শও৷
ধারাবাহিকের শুটিং যখন হচ্ছিল, রাহুল সুস্থ ছিলেন ৷ লকডাউনে গৃহবন্দি থাকার সময়েই ধরা পড়ল সংক্রমণ ৷ তবে সোশ্যাল মিডিয়ায় তিনি আগের মতোই সক্রিয় ৷ নির্বাচনের আগে বামফ্রন্ট তথা সংযুক্ত মোর্চার হয়ে প্রচারেও অংশ নেন রাহুল ৷ স্পষ্ট করেই জানিয়েছিলেন তাঁর রাজনৈতিক মতাদর্শ ৷
advertisement
advertisement
অতিমারির দ্বিতীয় ঢেউয়ে রাহুল অভিনয়ের পাশাপাশি সামিল হন সমাজসেবাতে ৷ প্রিয়নাথ মান্না বস্তি শ্রমজীবী ক্যান্টিনের জন্য অর্থসংগ্রহের উদ্দেশে ডিজিটাল কনসার্ট ‘বুলন্দ ইরাদেঁ’-তে অংশ নেন তিনি ৷
কাজে দিক থেকেও রাহুলের সূচি এখন ব্যস্ত ৷ হৈ চৈ টিভিতে ৪ জুন থেকে স্ট্রিমিং শুরু হবে ‘পাপ’-এর ৷ ‘দেশের মাটি’ ধারাবাহিকে রাজা-মাম্পি ওরফে রাহুল-রুকমা জুটিও এখন দর্শকদের খুব পছন্দের ৷ রুকমার সঙ্গে রাহুলের প্রেমের সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছে ৷ তবে রাহুল জানিয়েছেন বয়সে অনেকটাই ছোট রুকমাকে তিনি ভালবাসেন, কিন্তু সেটা প্রেম নয় ৷
advertisement
এর আগে সহঅভিনেত্রী সন্দীপ্তার সঙ্গেও রাহুলের প্রেম রয়েছে বলে খবর ছিল ইন্ডাস্ট্রির অন্দরমহলে ৷ তবে রাহুল বা সন্দীপ্তা, দুজনের কেউই স্বীকার করেননি তাঁদের সম্পর্কের কথা ৷ তবে রাহুলের টাইমলাইনে সংবাদমাধ্যমে প্রকাশিত সন্দীপ্তার সাক্ষাৎকার জ্বলজ্বল করছে ৷ পাশাপাশি আছে তাঁকে এবং রুকমার অনস্ক্রিন জুটি নিয়ে প্রকাশিত লেখা ৷
তবে সবকিছু ছাপিয়ে রাহুলের প্রোফাইলে দাপিয়ে বেড়ায় তাঁর ছেলে সহজ ৷ অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে বিচ্ছেদের মামলা চলছে ৷ সহজের সঙ্গে কাটানো সময় তাঁর কাছে মূল্যবান, সামাজিক মাধ্যমে রাহুলের পাতা সে কথাই বলছে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
করোনায় সংক্রমিত রাহুল অরুণোদয়, রসিকতার ছলে জানালেন সোশ্যাল মিডিয়ায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement