করোনায় সংক্রমিত রাহুল অরুণোদয়, রসিকতার ছলে জানালেন সোশ্যাল মিডিয়ায়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
বাড়িতেই নিভৃতবাসে আছেন অভিনেতা ৷ ফেসবুকে তাঁর পোস্টের পর ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রির বাইরে অনেকেই দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন ৷ সঙ্গে রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শও৷
কলকাতা : কোভিডে আক্রান্ত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ৷ ফেসবুকে নিজেই অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেতা ৷ তবে তাঁর পোস্টে মিশে আছে রসিকতার ছোঁয়াও ৷
কিছু দিন ধরে জ্বর ও সামান্য উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করান ‘দেশের মাটি’-র রাজা ৷ সোমবার জানা যায় তিনি সংক্রমিত হয়েছেন ৷ বাড়িতেই নিভৃতবাসে আছেন অভিনেতা ৷ ফেসবুকে তাঁর পোস্টের পর ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রির বাইরে অনেকেই দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন ৷ সঙ্গে রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শও৷
ধারাবাহিকের শুটিং যখন হচ্ছিল, রাহুল সুস্থ ছিলেন ৷ লকডাউনে গৃহবন্দি থাকার সময়েই ধরা পড়ল সংক্রমণ ৷ তবে সোশ্যাল মিডিয়ায় তিনি আগের মতোই সক্রিয় ৷ নির্বাচনের আগে বামফ্রন্ট তথা সংযুক্ত মোর্চার হয়ে প্রচারেও অংশ নেন রাহুল ৷ স্পষ্ট করেই জানিয়েছিলেন তাঁর রাজনৈতিক মতাদর্শ ৷
advertisement
advertisement
অতিমারির দ্বিতীয় ঢেউয়ে রাহুল অভিনয়ের পাশাপাশি সামিল হন সমাজসেবাতে ৷ প্রিয়নাথ মান্না বস্তি শ্রমজীবী ক্যান্টিনের জন্য অর্থসংগ্রহের উদ্দেশে ডিজিটাল কনসার্ট ‘বুলন্দ ইরাদেঁ’-তে অংশ নেন তিনি ৷
কাজে দিক থেকেও রাহুলের সূচি এখন ব্যস্ত ৷ হৈ চৈ টিভিতে ৪ জুন থেকে স্ট্রিমিং শুরু হবে ‘পাপ’-এর ৷ ‘দেশের মাটি’ ধারাবাহিকে রাজা-মাম্পি ওরফে রাহুল-রুকমা জুটিও এখন দর্শকদের খুব পছন্দের ৷ রুকমার সঙ্গে রাহুলের প্রেমের সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছে ৷ তবে রাহুল জানিয়েছেন বয়সে অনেকটাই ছোট রুকমাকে তিনি ভালবাসেন, কিন্তু সেটা প্রেম নয় ৷
advertisement
এর আগে সহঅভিনেত্রী সন্দীপ্তার সঙ্গেও রাহুলের প্রেম রয়েছে বলে খবর ছিল ইন্ডাস্ট্রির অন্দরমহলে ৷ তবে রাহুল বা সন্দীপ্তা, দুজনের কেউই স্বীকার করেননি তাঁদের সম্পর্কের কথা ৷ তবে রাহুলের টাইমলাইনে সংবাদমাধ্যমে প্রকাশিত সন্দীপ্তার সাক্ষাৎকার জ্বলজ্বল করছে ৷ পাশাপাশি আছে তাঁকে এবং রুকমার অনস্ক্রিন জুটি নিয়ে প্রকাশিত লেখা ৷
তবে সবকিছু ছাপিয়ে রাহুলের প্রোফাইলে দাপিয়ে বেড়ায় তাঁর ছেলে সহজ ৷ অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে বিচ্ছেদের মামলা চলছে ৷ সহজের সঙ্গে কাটানো সময় তাঁর কাছে মূল্যবান, সামাজিক মাধ্যমে রাহুলের পাতা সে কথাই বলছে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2021 3:48 PM IST