Payel De : ‘ভাইয়া’ রাহুলের তরফে রাখিবন্ধনে পায়েলের জন্য মানানসই উপহারে জড়িয়ে নীনা গুপ্তা

Last Updated:

রাখিবন্ধনের এই উপহারে বিশ্বাসের কথা লিখেও দিয়েছেন রাহুল (Rahul Arunoday Banerjee)

কলকাতা : ‘শক্ত মানসিকতার একজন মহিলা যোগ্য আর একজন দৃঢ় মানসিকতার মহিলার উপর লেখা বই পাওয়ার’-মনে করেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)৷ তাই অভিনেত্রী পায়েল দে (Payel De)-কে উপহার দিলেন নীনা গুপ্তার আত্মজীবনী ‘সচ কহুঁ তো’ ৷ রাখিবন্ধনের এই উপহারে বিশ্বাসের কথা লিখেও দিয়েছেন রাহুল ৷ বইয়ের প্রথম পৃষ্ঠায় লেখা ‘পায়লেকে, এ স্ট্রং উম্যান ডিজার্সভস এ বুক অন এ স্ট্রং উম্যান-রাহুল’ ৷ ফেসবুক পোস্টে বইয়ের সঙ্গে রয়েছে রাহুল ও পায়েলের অন্তরঙ্গ নিজস্বীও ৷ তাঁদের রাখিপূর্ণিমা উদযাপনের ছবি শেয়ার করেছেন পায়েল ৷ রাহুলকে বলেছেন ‘‘আমার ভাই, আমার সহ-অভিনেতা এবং বার উপরে একজন খুব ভাল মানুষ, ভালবাসা ও শ্রদ্ধা ৷’’ টলিউডের দুই কুশীলবের সৌহার্দ্যের এই ছবি ঘিরে উচ্ছ্বসিত নেটিজেনরা ৷
ইন্ডাস্ট্রিতে দেড় দশকের বেশি সময় কাটিয়ে ফেলা পায়েল এখন জনপ্রিয় ‘দেশের মাটি’-র উজ্জয়িনীর চরিত্রে ৷ তবে দর্শকদের মতে, নোয়া-কিয়ান এবং রাজা-মাম্পির তুলনায় কিছুটা নিষ্প্রভ ডোডো-উজ্জয়িনী জুটির সমীকরণ ৷ তবে চিত্রনাট্যের আশীর্বাদ যেখানেই বর্ষিত হোক না কেন, পায়েলের প্রশ্নাতীত অভিনয় দক্ষতা নিয়ে অনুরাগীরা সহমত ৷
ধারাবাহিকের পাশাপাশি পায়েল সদ্য প্রথম বার অভিনয় করলেন ছবিতে ৷ বীরসা দাশগুপ্তের ছবি ‘মুখোশ’-এ তিনি অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্যর সঙ্গে ৷ প্রথম ছবিতেই মুখ্য মহিলা চরিত্রে পায়েলের অভিনয় মন জয় করেছে দর্শকদের ৷
advertisement
advertisement
কাজের সূত্রেই পায়েলের আলাপ দ্বৈপায়ন দাসের সঙ্গে ৷ আলাপ থেকে প্রেম ও পরিণয় ৷ ২০১৯-এ এপ্রিলে তাঁদের কোলে এসেছে ছোট্ট মেরাক ৷ ছেলে যখন ৬ মাসের, আবার কাজে ফিরেছেন পায়েল ৷ এখন মূল নায়িকার চরিত্রে না হলেও তিনি চুটিয়ে অভিনয় করছেন পার্শ্বচরিত্রে ৷
মাঝে মাঝেই অভিনয় থেকে ব্রেক নেন দ্বৈপায়ন-পায়েল ৷ দু’জনেই ভালবাসেন পাহাড়ি জায়গায় ট্রেক করতে ৷ অভিনয়-সংসার-ভ্রমণ সবমিলিয়ে মুহূর্ত উপভোগ করছেন রাহুলের চোখে ‘দৃঢ় মানসিকতার নারী’ পায়েল ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Payel De : ‘ভাইয়া’ রাহুলের তরফে রাখিবন্ধনে পায়েলের জন্য মানানসই উপহারে জড়িয়ে নীনা গুপ্তা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement