Payel De : ‘ভাইয়া’ রাহুলের তরফে রাখিবন্ধনে পায়েলের জন্য মানানসই উপহারে জড়িয়ে নীনা গুপ্তা

Last Updated:

রাখিবন্ধনের এই উপহারে বিশ্বাসের কথা লিখেও দিয়েছেন রাহুল (Rahul Arunoday Banerjee)

কলকাতা : ‘শক্ত মানসিকতার একজন মহিলা যোগ্য আর একজন দৃঢ় মানসিকতার মহিলার উপর লেখা বই পাওয়ার’-মনে করেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)৷ তাই অভিনেত্রী পায়েল দে (Payel De)-কে উপহার দিলেন নীনা গুপ্তার আত্মজীবনী ‘সচ কহুঁ তো’ ৷ রাখিবন্ধনের এই উপহারে বিশ্বাসের কথা লিখেও দিয়েছেন রাহুল ৷ বইয়ের প্রথম পৃষ্ঠায় লেখা ‘পায়লেকে, এ স্ট্রং উম্যান ডিজার্সভস এ বুক অন এ স্ট্রং উম্যান-রাহুল’ ৷ ফেসবুক পোস্টে বইয়ের সঙ্গে রয়েছে রাহুল ও পায়েলের অন্তরঙ্গ নিজস্বীও ৷ তাঁদের রাখিপূর্ণিমা উদযাপনের ছবি শেয়ার করেছেন পায়েল ৷ রাহুলকে বলেছেন ‘‘আমার ভাই, আমার সহ-অভিনেতা এবং বার উপরে একজন খুব ভাল মানুষ, ভালবাসা ও শ্রদ্ধা ৷’’ টলিউডের দুই কুশীলবের সৌহার্দ্যের এই ছবি ঘিরে উচ্ছ্বসিত নেটিজেনরা ৷
ইন্ডাস্ট্রিতে দেড় দশকের বেশি সময় কাটিয়ে ফেলা পায়েল এখন জনপ্রিয় ‘দেশের মাটি’-র উজ্জয়িনীর চরিত্রে ৷ তবে দর্শকদের মতে, নোয়া-কিয়ান এবং রাজা-মাম্পির তুলনায় কিছুটা নিষ্প্রভ ডোডো-উজ্জয়িনী জুটির সমীকরণ ৷ তবে চিত্রনাট্যের আশীর্বাদ যেখানেই বর্ষিত হোক না কেন, পায়েলের প্রশ্নাতীত অভিনয় দক্ষতা নিয়ে অনুরাগীরা সহমত ৷
ধারাবাহিকের পাশাপাশি পায়েল সদ্য প্রথম বার অভিনয় করলেন ছবিতে ৷ বীরসা দাশগুপ্তের ছবি ‘মুখোশ’-এ তিনি অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্যর সঙ্গে ৷ প্রথম ছবিতেই মুখ্য মহিলা চরিত্রে পায়েলের অভিনয় মন জয় করেছে দর্শকদের ৷
advertisement
advertisement
কাজের সূত্রেই পায়েলের আলাপ দ্বৈপায়ন দাসের সঙ্গে ৷ আলাপ থেকে প্রেম ও পরিণয় ৷ ২০১৯-এ এপ্রিলে তাঁদের কোলে এসেছে ছোট্ট মেরাক ৷ ছেলে যখন ৬ মাসের, আবার কাজে ফিরেছেন পায়েল ৷ এখন মূল নায়িকার চরিত্রে না হলেও তিনি চুটিয়ে অভিনয় করছেন পার্শ্বচরিত্রে ৷
মাঝে মাঝেই অভিনয় থেকে ব্রেক নেন দ্বৈপায়ন-পায়েল ৷ দু’জনেই ভালবাসেন পাহাড়ি জায়গায় ট্রেক করতে ৷ অভিনয়-সংসার-ভ্রমণ সবমিলিয়ে মুহূর্ত উপভোগ করছেন রাহুলের চোখে ‘দৃঢ় মানসিকতার নারী’ পায়েল ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Payel De : ‘ভাইয়া’ রাহুলের তরফে রাখিবন্ধনে পায়েলের জন্য মানানসই উপহারে জড়িয়ে নীনা গুপ্তা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement