‘রাজু বনগয়া জেন্টলম্যান’ থেকে ‘রইস’, শাহরুখের ‘ট্রেন’ কেরিয়ার
Last Updated:
শাহরুখের ফ্যানরা একটা কথায় প্রথম থেকেই বিশ্বাস করে আসেন, বলা ভালো শাহরুখের ছবি মুক্তি পেলেই শাহরুখের অনুরাগীরা
#মুম্বই: শাহরুখের ফ্যানেরা একটা কথায় প্রথম থেকেই বিশ্বাস করে আসেন, বলা ভালো শাহরুখের ছবি মুক্তি পেলেই শাহরুখের অনুরাগীরা রীতিমতো তুক লাগিয়ে বসেন, যে যে ছবিতে শাহরুখ দৌঁড়েছেন, যে যে ছবিতে শাহরুখের সঙ্গে ট্রেন রয়েছে সে ছবি হবে জব্বর হিট !
যদি শাহরুখের কেরিয়ারগ্রাফটা দেখা যায়, তাহলে অনুরাগীদের একথা যে খুব একটা ভুল তা কিন্তু একেবারেই নয় ৷ একটু ভেবে দেখুন, শাহরুখ আর ট্রেন যেন পর্দায় এক ম্যাজিক তোলে ৷ আর ম্যাজিকের চোটে বক্স অফিসে লক্ষ্মীলাভ!
advertisement
‘রইস’ ছবির প্রোমোশনের জন্য শাহরুখ বেছে নিলেন ট্রেনকে ৷ আর ট্রেন রুট মুম্বই থেকে দিল্লি ৷ ঠিক যেন শাহরুখের কেরিয়ারের উল্টো রুট ৷ দিল্লি থেকে ট্রেনে চেপেই তো মুম্বইয়ে এসেছিলেন, কিছু একটা করবেন ভেবে৷ তখনও কী শাহরুখ ভেবেছিলেন, একদিন তিনিই হয়ে উঠবেন বলিউডের বাদশা খান ! তাই হয়তো সেই ট্রেনকেই বেছে নিলেন শাহরুখ খান ৷ একে তো বলিউডে শাহরুখের ২৫ বছর ৷ অন্যদিকে নতুন ছবির রিলিজ ৷ সব মিলিয়ে ব্যাপারটায় নস্ট্যালজিয়ার ফিল ৷
advertisement
সালটা ১৯৯২ ৷ ছবির নাম রাজু বনগয়া জেন্টালম্যান ৷ দার্জিলিঙের টয়ট্রেনে চেপে মুম্বইতে আসছেন শাহরুখ ৷ মুম্বইতে চাই চাকরি ৷ স্ট্রাগল পিরিয়ড ৷ তারপর ছবির গল্পে নানা মোড়, শেষমেশ রাজু ওরফে শাহরুখ খান হলেন জেন্টালম্যান৷ রাজু বনগয়া জেন্টালম্যানের সঙ্গে যেন শাহরুখের জীবন গল্পটাও অনেকংশা মিলে যায় ৷ বলিউড বাদশার জায়গা নেওয়াটা খুব একটা সহজ ছিল না শাহরুখের কাছে ৷
advertisement
সেই ট্রেনের সঙ্গে শাহরুখের দেখা ৷ তারপর থেকে যে ছবিতে শাহরুখ আছেন, আর ট্রেন ৷ তা রীতিমতো বলিউডের মাইলস্টোন ছবির রূপ নিয়েছে ৷ যেমন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের ক্লাইম্যাক্স ৷ ট্রেনের দরজা থেকে হাত বাড়িয়ে কাজলকে ইশারা ৷ এ যেম গোটা বিশ্বে বলিউডের পাকা পোক্ত ইমেজ ৷ সেই ইমেজকে আবার ফিরিয়ে আনলেন দীপিকা ও শাহরুখ ৷ ছবির নাম চেন্নাই এক্সপ্রেস ৷
advertisement
তবে এখানেই শেষ নয় ৷ দার্জিলিং স্টেশনে ধুয়ো ছেড়ে ট্রেন এসে দাঁড়াল ৷ ধুয়োর মাঝখান থেকে ব্লু জিন্স লেদার জ্যাকাটে পর্দায় এলেন শাহরুখ খান ৷ ছবির নাম ‘ম্যায় হু না ’ ৷ অন্যদিকে মণিরত্নমের ছবি ‘দিল সে’তে মালাইকা অরোরাকে সঙ্গে নিয়ে ‘ছাইয়া ছাইয়া’ নেচেই ফেললেন ট্রেনের মাথায় ৷ বলিউডে এরকম গানের দৃশ্য আগে হয়তো কেউ-ই দেখেনি৷ কুছ কুছ হোতা হ্যায় থেকে স্বদেশ , কভি অলবিদা না কহেনা ৷ শাহরুখের কেরিয়ারে ট্রেন সফর, সব সময়ই ট্রেন্ডকে নিজের দিকে টেনেছেন শাহরুখ ৷
advertisement
শাহরুখ আর ট্রেন বলিউডের একটা ট্রেন্ড ৷ আর তা এতদিন পরে ফের প্রমাণ করলেন শাহরুখ নিজেই ৷ রইস ছবির প্রোমোশনে ট্রেনের ব্যবহার করে গোটা নজরটা কেড়ে নিলেন শাহরুখ ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 24, 2017 4:20 PM IST