• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন রাধিকা আপ্টে !

কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন রাধিকা আপ্টে !

ফাইল চিত্র

ফাইল চিত্র

লীনা যাদবের নতুন ছবি ‘প্রাচড’ মুক্তি পেতে চলেছে শুক্রবার ৷ কিন্তু মুক্তির আগেই এই ছবি নানা বির্তকের মুখে পড়েছে ৷ বিশেষ করে

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: লীনা যাদবের নতুন ছবি ‘প্রাচড’ মুক্তি পেতে চলেছে শুক্রবার ৷ কিন্তু মুক্তির আগেই এই ছবি নানা বির্তকের মুখে পড়েছে ৷ বিশেষ করে এই ছবিতে অভিনেত্রী রাধিকা আপ্টের এক অর্ধনগ্ন দৃশ্য নিয়েই শুরু হয় শোরগোল ৷ তবে তা নিয়ে রাধিকা কোনওরকমই মন্তব্য করতে রাজি হননি ৷ তবে সম্প্রতি এক ওয়েবসাইট বলিউডলাইফ ডট কমের এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রাধিকা ৷

  বলিউডে কাস্টিং কাউচ ব্যাপারটা নতুন নয় ৷ এর আগে বহুবার এই নিয়ে নানারকম মন্তব্য করেছেন বলিউডের অভিনেতারা ৷ এমনকী, শেয়ার করেছেন ব্যক্তিগত অভিজ্ঞতাও ৷ আর সেই ব্যাপারেই মুখ খুললেন রাধিকা ৷

  ওয়েবসাইট বলিউডলাইফকে রাধিকা জানিয়েছেন, ‘কাস্টিং কাউচের ঘটনা নতুন নয় ৷ বলিউডে উঠতি নায়িকারা প্রায় সবাই-ই এই ধরণের ঘটনার সম্মুখীন হয়েছে৷ আমার সঙ্গে সেরকম কিছু না ঘটলেও, কিছু মানুষ ছবিতে সুযোগ দেওয়ার নাম করে ভুলভাল অফার দিয়েছেন ৷’

  রাধিকা জানান, ‘একবার আমাকে দক্ষিণী এক হিরো ফোন করে তার সঙ্গে রাতে সময় কাটাতে বলেছিল ৷ আমি তাঁকে খুব স্পষ্টই জানিয়ে দিই ৷ এ ব্যাপারে আমি একটুও স্বচ্ছন্দ্য নয় ৷ কিছু প্রযোজক, পরিচালকও এরকম করেন ৷ তাদেরকে একই কথাই বলি ৷’

  কিছদিন আগে ইন্টারনেটে ফাঁস হয়েছিল অজয় দেবগণ প্রযোজিত ছবি ‘প্রাচড’-এর দুটি দৃশ্য ৷ যেখানে নগ্ন অবস্থায় দেখা গিয়েছে রাধিকাকে !

  রাধিকার সঙ্গে এরকম ঘটনা প্রথম নয়, এর আগেও অনুরাগ কাশ্যপের এক শর্ট ফিল্মের কিছু দৃশ্য, ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল ৷ এমনকী, ‘বদলাপুর’, ‘অহল্যা’র কিছু দৃশ্য ছড়িয়ে পড়েছিল গোটা ইন্টারনেটে ৷ আর এবার ‘প্রাচড’’ ছবির দুটি দৃশ্য ইন্টারনেটে ভাইরাল ৷

  রাধিকার ফিল্মি কেরিয়ার শুরু থিয়েটারের স্টেজ থেকেই ৷ তারপর মারাঠি ছবিতেও অভিনয় করতে দেখা যায় রাধিকাকে ৷ বাংলা সিনেমায় রাধিকা পা রাখেন অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘অন্তহীন’ ছবি দিয়ে ৷ দর্শকদের কাছে প্রশংসিত হয় রাধিকার অভিনয় ৷ তবে বলিউডের মেইন স্ট্রিম ছবি গুলিতে খুব একটা রাধিকাকে পাওয়া যায় না ৷ আর্ট ঘরানার ছবি গুলিতে রাধিকা বেশ জনপ্রিয় ৷

  সম্প্রতি বরুণ ধাওয়ান ও নওয়াজুদ্দিন সিদ্দিকি অভিনীত ‘বদলাপুর’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে ৷ রজনীকান্তের সঙ্গে জুটি বেঁধে ব্লকবাস্টার ছবি ‘কাবালি’তে আলাদা করে নজর কাড়েন রাধিকা ৷

  তবে অনুরাগ কাশ্যপের শর্ট ফিল্ম, সুজয় ঘোষের ‘অহল্যা’ ছবিতে অভিনয় করে বার বার বিতর্কে চলে আসেন রাধিকা আপ্টে !

  First published: