রবীন্দ্রসঙ্গীতে পারদর্শী? গান গাওয়ার দারুণ সুযোগ, পুরস্কারমূল্য হাজার হাজার টাকা, করুন আবেদন

Last Updated:

প্রতিযোগিতার জন্য যে নিয়মাবলি রাখা হয়েছে সেগুলো বিস্তারিত জানানো হয়েছে। অনলাইন এবং অফলাইনে 'গানের ভিতর দিয়ে' দ্বিতীয় বর্ষের প্রতিযোগিতার আবেদনপত্র পাওয়া যাচ্ছে।

#কলকাতা: সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা 'গানের ভিতর দিয়ে'। প্রথম বছরের কল্পনাতীত সাফল্যের পর অনুষ্ঠিত হতে চলেছে 'গানের ভিতর দিয়ে' ‘সিজন ২'। আয়োজনে নব রবি কিরণ এবং নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তন। সম্প্রতি শুভ সূচনা হল।
এদিন জানা যায়, প্রতিযোগিতায় তিনটি বিভাগ থাকবে। উন্মেষ (১০ থেকে ১৪ বছর), বিকাশ (১৫ থেকে ১৮ বছর) এবং ঐশ্বর্য (১৯ বছর ও তার বেশি)। প্রতি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা পাবেন যথাক্রমে ১২, ৮ ও ৫ হাজার টাকা। এছাড়াও বিজয়ীরা নব নালন্দার রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের সুযোগ পাবেন।
advertisement
advertisement
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে নব রবি কিরণের ইউটিউব চ্যানেলে একটি করে মিউজিক ভিডিও করার চুক্তি এবং নগদ পুরস্কার। প্রতিযোগিতার প্রাক-প্রাথমিক পর্যায় অনুষ্ঠিত হবে অনলাইনে। দ্বিতীয় পর্যায় অফলাইনে এবং তৃতীয় ও চূড়ান্ত পর্যায় অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ১৬ এপ্রিল, মধুসূদন মঞ্চে।
advertisement
প্রতিযোগিতার জন্য যে নিয়মাবলি রাখা হয়েছে সেগুলো বিস্তারিত জানানো হয়েছে। অনলাইন এবং অফলাইনে 'গানের ভিতর দিয়ে' দ্বিতীয় বর্ষের প্রতিযোগিতার আবেদনপত্র পাওয়া যাচ্ছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ জানুয়ারি ২০২৩। আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর একটি ভিডিও (সময়সীমা সর্বোচ্চ ৪ মিনিট) অনলাইনে জমা দিতে হবে। ভিডিও জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জানুয়ারি, ২০২৩। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে নব রবি কিরণ-এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে (www.nrkevents.com)।
advertisement
নব রবি কিরণ-এর কর্ণধার এবং নব নালন্দার অধ্যক্ষ অরিজিৎ মিত্র এই প্রতিযোগিতা প্রসঙ্গে বললেন, ''আমাদের সংস্কৃতির কেন্দ্রবিন্দু রবীন্দ্রনাথ। তাই ঘুরে ফিরে তাঁর কাছে আসতেই হয়। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে বর্তমান প্রজন্ম সেভাবে রবীন্দ্রনাথের গান শুনছে না। তা ছাড়া গ্রামে-গঞ্জে অনেক প্রতিভা লুকিয়ে থাকে যারা নিজেদেরকে সেভাবে মেলে ধরার সুযোগ পায় না। তাই গত বছর থেকে আমরা ঠিক করলাম সারা বাংলা রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করব। যা শুধুমাত্র কলকাতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে যাবে সারা জেলায়। শুধু তাই নয় গত বছর আমরা বেশ সাড়া পেয়েছি। তাই জন্যই আমরা এই বছরও প্রতিযোগিতার আয়োজন করেছি। আর সেভাবেক শুরু হল 'গানের ভিতর দিয়ে' 'সিজন ২'।"
advertisement
এদিন 'গানের ভিতর দিয়ে' প্রতিযোগিতার দ্বিতীয় বর্ষের শুভ সূচনায় উপস্থিত ছিলেন অপালা বসু, শ্রাবণী সেন, অলকানন্দা রায়, চন্দ্রাবলি রুদ্র দত্ত, মনোজ মুরলি নায়ার, মনীষা মুরলি নায়ার, বিপ্লব মণ্ডল, প্রবুদ্ধ রাহা, রাজশ্রী ভট্টাচার্য, সুতপা বন্দ্যোপাধ্যায়, অদিতি গুপ্ত, দেবাশিস কুমার, অরিত্র দাশগুপ্ত, প্রিয়াঙ্গী লাহিড়ি, রঞ্জিনী মুখোপাধ্যায় প্রমুখ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রবীন্দ্রসঙ্গীতে পারদর্শী? গান গাওয়ার দারুণ সুযোগ, পুরস্কারমূল্য হাজার হাজার টাকা, করুন আবেদন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement