Allu Arjun: ঘর ছাড়ল অল্লু অর্জুনের পুত্র-কন‍্যা! ফের বিপদে ‘পুষ্পা’ তারকা? বাড়িতে যা ঘটল, ভয়ঙ্কর!

Last Updated:

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে অল্লু অর্জুনকে একঝলক দেখার সময়ই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছিল। যার জেরে মৃত্যু হয়েছিল অভিনেতার এক মহিলা ভক্তের।

ঘর ছাড়ল অল্লু অর্জুনের পুত্র-কন‍্যা!
ঘর ছাড়ল অল্লু অর্জুনের পুত্র-কন‍্যা!
গত রবিবারই তেলুগু অভিনেতা অল্লু অর্জুনের বাড়িতে ভাঙচুর চালায় একদল হামলাকারী। এবার তড়িঘড়ি দুই সন্তানকে অন‍্য জায়গায় পাঠালেন ’পুষ্পা’ তারকা। দুই সন্তান অল্লু আরহা এবং অল্লু আয়ানকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিয়েছেন অল্লু অর্জুন।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে অল্লু অর্জুনকে একঝলক দেখার সময়ই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছিল। যার জেরে মৃত্যু হয়েছিল অভিনেতার এক মহিলা ভক্তের। সেই ঘটনা নিয়ে ক্রমেই তীব্র হয়েছে জলঘোলা। রবিবার ওই মহিলা ভক্তের মৃত্যুর সুবিচার চাইতে গিয়ে তেলুগু সুপারস্টারের হায়দরাবাদের বাড়ি ভাঙচুর করে কয়েকজন প্রতিবাদকারী। এরপরই সন্তানদের নিরাপদ স্থানে পাঠানোর সিদ্ধান্ত নিলেন দক্ষিণী তারকা।
advertisement
advertisement
অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, অল্লু অর্জুনের পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে একটি গাড়িতে উঠে বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে অল্লু আরহা এবং অল্লু আয়ান। স্বভাবতই গাড়িটিকে রীতিমতো ছেঁকে ধরে সংবাদমাধ্যম। সাংবাদিকদের তোলা ছবিতে দেখা যাচ্ছে, গাড়ির সিটে বসে রয়েছেন অল্লু আরহা। তেলুগু সুপারস্টারের কন্যার চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল।
advertisement
যদিও অল্লু অর্জুন অবশ্য নিজের বাড়িতে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে মুখ খোলেননি। তবে অভিনেতার বাবা তথা প্রযোজক অল্লু অরবিন্দ রবিবার রাতে সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে জানান। তিনি এর কড়া সমালোচনা করেছেন। সেই সঙ্গে অল্লু অরবিন্দ বলেন যে, এই ধরনের ঘটনাকে বাড়তে দেওয়া চলবে না।
advertisement
যে বাড়িতে পুত্র অল্লু অর্জুনের সঙ্গে অল্লু অরবিন্দ থাকেন, সেখানে বসেই সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন যে, “আমাদের বাড়িতে আজ কী ঘটেছে, সেটা প্রত্যেকেই দেখেছেন। কিন্তু এটা আমাদের সেই অনুযায়ী কাজ করার সময়। কোনও কিছুর বিষয়ে প্রতিক্রিয়া জানানোর এটা সঠিক সময় নয়।”
অল্লু অরবিন্দ আরও জানান যে, যারা ভাঙচুর করেছে, তাদের ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। অভিনেতার বাবার কথায়, “যারা এখানে ভাঙচুর করতে কিংবা কিছু ঘটাতে আসবে, তাদের যে কোনও মুহূর্তে ধরপাকড় করতে সদাপ্রস্তুত পুলিশ। এই ধরনের ঘটনায় উস্কানি দেওয়া একেবারেই চলবে না।” সব শেষে অল্লু অরবিন্দ বলেন যে, “শুধু সংবাদমাধ্যম এখানে উপস্থিত বলে আমি প্রতিক্রিয়া দেব, এমনটা একেবারেই নয়। এটা সংযম বজায় রাখার সময়ও বটে! আইন আইনের কাজ করবে।”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Allu Arjun: ঘর ছাড়ল অল্লু অর্জুনের পুত্র-কন‍্যা! ফের বিপদে ‘পুষ্পা’ তারকা? বাড়িতে যা ঘটল, ভয়ঙ্কর!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement