Pushpa 2 Review: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, প্রেক্ষাগৃহে রাজত্ব করতে আসছে ‘পুষ্পা ২: দ্য রুল’, তার মধ্যেই চলে এল ছবির প্রথম রিভিউ

Last Updated:

কারণ সেখানে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে, মানুষ প্রথম দিনের টিকিটই পাচ্ছেন না। এদিকে এক সপ্তাহ পরে মুক্তি পেতে পারে এই ছবির ৩ডি ভার্সন।

News18
News18
মুম্বই: আর কয়েক ঘণ্টার মধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে চলতি বছরের বহু প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। আর এই ছবিকে ঘিরে এমনিতেই চলছে তুমুল হইচই। তার নমুনা দেখা গিয়েছে বেশ কিছু জায়গায়। কারণ সেখানে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে, মানুষ প্রথম দিনের টিকিটই পাচ্ছেন না। এদিকে এক সপ্তাহ পরে মুক্তি পেতে পারে এই ছবির ৩ডি ভার্সন। কিন্তু তাতেও ভক্তদের উৎসাহের কমতি নেই। নিজেদের প্রিয় তারকাদের দেখার জন্য ২ডি ভার্সনের উপরেই ভরসা রাখছেন তাঁরা। ট্রেলার থেকে শুরু করে ছবির গান – সব কিছুই দারুণ হিট। কিন্তু এবার প্রশ্ন হল – ‘পুষ্পা ২: দ্য রুল’ কি তবে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্য রাইজ’-কে টক্কর দিতে পারবে? কেমন হবে এই ছবি? এই প্রশ্ন মনে থাকলে জেনে নেওয়া যাক এই ছবির প্রথম রিভিউ।
অল্লু অর্জুন এবং সুকুমার জুটির ‘পুষ্পা ২: দ্য রুল’ কয়েক ঘণ্টার মধ্যে প্রেক্ষাগৃহে রাজত্ব করতে শুরু করবে। এই ছবি ঘিরে তুমুল উন্মাদনা ভক্তদের মধ্যে। সংবাদমাধ্যম সূত্রে খবর, অল্লু অর্জুন এবং সুকুমার এই ছবির ফলাফল ঘিরে বেশ সন্তুষ্টও। আসলে বহু প্রতীক্ষিত এই ছবির প্রথম রিভিউ এসেছে আমাদের পার্টনার তেলুগু ওয়েবসাইটে। সেখানে ইন্ডাস্ট্রির বিভিন্ন সূত্রের বক্তব্যই তুলে ধরা হয়েছে।
advertisement
advertisement
ইন্ডাস্ট্রির সূত্র মারফত জানা যাচ্ছে যে, ‘পুষ্পা ২: দ্য রুল’ সাধারণ দর্শকদের জন্য একটা গোটা প্যাকেজ। আর এই ছবির বাজেট নিয়ে কোনও রকম আপোস করেননি নির্মাতারাও। ছবির প্রথম দৃশ্য, ইন্টারভ্যাল দৃশ্য এবং ক্লাইম্যাক্স দৃশ্য এমন ভাবে বানানো হয়েছে, যা দর্শকদের গায়ে কাঁটা দেওয়ার অনুভূতি জাগাবে। আর চিত্রনাট্য টানটান করার জন্য নিজের জাদু কাজে লাগিয়েছেন সুকুমার।
advertisement
‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিতে প্রতিফলিত হয়েছে অল্লু অর্জুনের দুর্ধর্ষ স্ট্যামিনা। এমনটাই শোনা যাচ্ছে। শ্রীলীলার বিশেষ গান এবং রশ্মিকার পারফরম্যান্সও এই ছবির গুরুত্বপূর্ণ উপজীব্য। এদিকে ভক্তদের বিশ্বাস, ‘পুষ্পা ২: দ্য রুল’ ১০০০ কোটি টাকার ছবি হতে চলেছে। নির্মাতাদের মতে, ছবিটার সময়কাল বা দৈর্ঘ্য একটু বড় হয়ে গিয়েছে। কিন্তু তাতে একঘেয়েমি আসবে না দর্শকদের মনে।
advertisement
বলাই বাহুল্য যে, বহু প্রতীক্ষিত এই ছবি ব্যাপক সাড়া পেতে চলেছে। দেবী শ্রী প্রসাদ এবং শ্যাম সিএম-এর মিউজিকের কথা তো আর আলাদা করে বলে দিতে হয় না। আর ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির যাত্রা দৃশ্য তো ভক্তদের মনে দাগ কাটবে। আর অনেক ভক্ত এই দৃশ্য দেখার জন্যই আরও একবার ছবিটি দেখবেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pushpa 2 Review: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, প্রেক্ষাগৃহে রাজত্ব করতে আসছে ‘পুষ্পা ২: দ্য রুল’, তার মধ্যেই চলে এল ছবির প্রথম রিভিউ
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement