হায় হায়! সব শেষ... স্ত্রীর বারণ শোনেনি, হিমাচলের পথে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত সবার প্রিয় গায়ক-অভিনেতা... ডুকরে কাঁদছে বিনোদন দুনিয়া
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
মাল্টিঅর্গান ফেলিওর হয়েছিল তাঁর। হৃদ্রোগেও আক্রান্ত হন তিনি। বুধবার সকালে মৃত্যু হয়েছে তাঁর।তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্য এবং সতীর্থেরা।
পঞ্জাব: সাতসকালে বিনোদন দুনিয়ায় দুঃসংবাদ। ১২ দিনের লড়াই থেকে ফিরলেন না আর। মৃত্যু হল জনপ্রিয় পঞ্জাবি গায়ক ও অভিনেতা রাজবীর জওয়ান্দার। সূত্রের খবর, বুধবার সকালে মোহালির একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।
advertisement
গত ২৭ তারিখ বাইক চালিয়ে শিমলা যাচ্ছিলেন রাজবীর। বাড়ির লোক বারবার বারণ করলেও তিনি শোনেননি। শিমলা যাওয়ার সময় হিমাচলপ্রদেশের বদ্দির কাছে এক ভয়ঙ্কর বাইক দুর্ঘটনার শিকার হন।
advertisement
কিন্তু ঠিক কীভাবে ঘটে দুর্ঘটনা? জানা গিয়েছে, একটি গরু রাজবীরের বাইকের সামনে চলে এসেছিল। তারপরেই নিয়ন্ত্রণ হারান রাজবীর। বাইক থেকে ছিটকে পড়েন তিনি। দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় সোলানের হাসপাতালে ভর্তি করা হয় ৩৫ বছর বয়সি পঞ্জাবি গায়ক তথা অভিনেতাকে। পরে সেখান থেকে মোহালির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শিরদাঁড়ায় গুরুতর চোট পেয়েছিলেন রাজবীর। মস্তিষ্কেও প্রবল রক্তক্ষরণ হয়।
advertisement
মাল্টিঅর্গান ফেলিওর হয়েছিল তাঁর। হৃদ্রোগেও আক্রান্ত হন তিনি। বুধবার সকালে মৃত্যু হয়েছে তাঁর।তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্য এবং সতীর্থেরা। শ্রদ্ধা জানিয়েছেন আম আদমি পার্টির নেতা মণীশ সিসৌদিয়া-সহ রাজনীতিবিদ এবং তারকাদের অনেকে রাজবীরের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 09, 2025 2:45 PM IST