একসঙ্গে কী করছেন প্রসেনজিৎ, জিৎ আর সোহম ? টলিপাড়ায় হইহই
Last Updated:
একই পর্দায় তিন খেলোয়ার--প্রসেনজিৎ, জিৎ ও সোহম
#কলকাতা: কাকে ছেড়ে কাকে দেখবেন? পর্দায় টলিটাউনের তিন তুখড় খেলোয়ার! প্রসেনজিৎ, জিৎ ও সোহম! এখানেই শেষ নয়। তিন নায়কের মতো, ছবির পরিচালকও তিনজন। রাজা চন্দ, সুজিত মণ্ডল এবং হরনাথ চক্রবর্তী! অভিনব সেই ছবির নাম- ‘বাঘ বন্দি খেলা’। প্রযোজক সুরিন্দর ফিল্মস।
তা হলে গোড়া থেকে বলা যাক! ‘বাঘ’, ‘বন্দি’ ও ‘খেলা’— তিনটে আলাদা স্বল্পদৈর্ঘের গল্পকে একসঙ্গে গেঁথে তৈরি হয়েছে ‘বাঘ বন্দি খেলা’। 'বাঘ'-এর পরিচালক রাজা চন্দ। এখানে দেখা মিলবে জিৎ- সায়ন্তিকা জুটির। যেখানে 'বাঘ'-এর শেষ, সেখান থেকেই শুরু হয়েছে দ্বিতীয় ছবি 'বন্দি'। পরিচালনা সুজিত মণ্ডলের। এখানে নায়ক সোহম, নায়িকা শ্রাবন্তী। ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন ভরত কল। 'বন্দি'র শুটিং হয়েছে কলকাতা ও বারাণসীতে। এই ছবিটি শেষ হয়েছে একটি কোর্ট রুমে, আর সেই কোর্ট রুম থেকেই শুরু ‘খেলা’-র। পরিচালক হরনাথ চক্রবর্তী। এখানে একজন আইনজীবীর চরিত্রে দেখা মিলবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। রয়েছেন অঞ্জনা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়, রাজেশ শর্মা, অয়ন ভট্টাচার্য, ঋত্বিকা সেন-ও।
advertisement
তবে, প্রেক্ষাগৃহে নয়, 'বঘ বন্দি খেলা' মুক্তি পাবে টেলিভিশনে। কিন্তু কবে? কোন চ্যানেলে? খোলসা করেননি পরিচালক বা প্রযোজনা সংস্থা।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 09, 2018 2:04 PM IST