লক্ষ্মীপুজোয় নিজের হাতে সিন্নি বানাচ্ছেন প্রসেনজিৎ, ইন্টারনেটে ছবি ভাইরাল
Last Updated:
#কলকাতা: দুর্গাপুজোর রেশে এখনও কাটেনি ৷ তার মধ্যে দিয়েই চলে গিয়েছে কোজাগরী লক্ষ্মীপুজোও ৷ আর ধনদেবী আরাধনায় মেতে উঠেছিল গোটা বাংলার মানুষজন ৷ নিষ্ঠাভরে দেবীর আরাধনায় ব্রতী হয়েছিলেন সকলে ৷ বাদ পড়েননি টলিউডের নামজাদা তারকারাও ৷
সকাল থেকেই বাড়িরপুজোয় হাত লাগিয়েছিলেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় ৷ শুধুমাত্র হাত লাগানোই নয়, প্রায় ৩০ থেকে ৪০ জনের জন্য নিজের হাতেই ভোগ রাধলেন বুম্বা দা’র ঘরণী ৷ সেই সমস্ত ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ারও করেছেন তিনি ৷ এ বার সামনে এল অন্য আরেকটি ছবি ৷ যা প্রায় চমকে দেওয়ারই মতো ৷ আর সেই ছবিই এই মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল ৷
advertisement
সেখানে দেখা যাচ্ছে, বাড়ির লক্ষ্মীপুজোয় নিজে হাতে সিন্নি মাখছেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ এই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন তাঁরে স্ত্রী অর্পিতা ৷ আর সেই ছবি ঘিরেই হইচই ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো এতো বড় একজন তারকা নিজের হাতে সিন্নি তৈরি করেন, তা দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন ৷
advertisement
advertisement
সেই ছবির নীচে অর্পিতা লিখেছেন, ‘‘বুম্বাদার হাতের সিন্নি ছাড়া আমার লক্ষ্মী-নারায়ণ নাকি বাঁধা পড়েন না।’’ আর সেই ছবিতে দেখা যাচ্ছে বাড়ির লক্ষ্মী পুজোর আয়োজনের সামনে মাটি বসেই সিন্নি বানাচ্ছেন বুম্বাদা। আর অর্পিতা বসে রয়েছেন তাঁর ঠিক পাশেই। মন দিয়ে দেখছেন বুম্বাদার সিন্নি বানানো। এদিন বুম্বাদার পরনে ছিল সাদা পাঞ্জাবি-পাজামা। অর্পিতা ছাড়াও সেখানে রয়েছেন পরিবারের অন্যন্য আত্মীয়রা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 26, 2018 6:44 PM IST