লক্ষ্মীপুজোয় নিজের হাতে সিন্নি বানাচ্ছেন প্রসেনজিৎ, ইন্টারনেটে ছবি ভাইরাল

Last Updated:
#কলকাতা: দুর্গাপুজোর রেশে এখনও কাটেনি ৷ তার মধ্যে দিয়েই চলে গিয়েছে কোজাগরী লক্ষ্মীপুজোও ৷ আর ধনদেবী আরাধনায় মেতে উঠেছিল গোটা বাংলার মানুষজন ৷ নিষ্ঠাভরে দেবীর আরাধনায় ব্রতী হয়েছিলেন সকলে ৷ বাদ পড়েননি টলিউডের নামজাদা তারকারাও ৷
সকাল থেকেই বাড়িরপুজোয় হাত লাগিয়েছিলেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় ৷ শুধুমাত্র হাত লাগানোই নয়, প্রায় ৩০ থেকে ৪০ জনের জন্য নিজের হাতেই ভোগ রাধলেন বুম্বা দা’র ঘরণী ৷ সেই সমস্ত ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ারও করেছেন তিনি ৷ এ বার সামনে এল অন্য আরেকটি ছবি ৷ যা প্রায় চমকে দেওয়ারই মতো ৷ আর সেই ছবিই এই মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল ৷
advertisement
সেখানে দেখা যাচ্ছে, বাড়ির লক্ষ্মীপুজোয় নিজে হাতে সিন্নি মাখছেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ এই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন তাঁরে স্ত্রী অর্পিতা ৷ আর সেই ছবি ঘিরেই হইচই ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো এতো বড় একজন তারকা নিজের হাতে সিন্নি তৈরি করেন, তা দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন ৷
advertisement

@prosenstar

A post shared by Arpita Chatterjee (@arpitaoninsta) on

advertisement
সেই ছবির নীচে অর্পিতা লিখেছেন, ‘‘বুম্বাদার হাতের সিন্নি ছাড়া আমার লক্ষ্মী-নারায়ণ নাকি বাঁধা পড়েন না।’’ আর সেই ছবিতে দেখা যাচ্ছে বাড়ির লক্ষ্মী পুজোর আয়োজনের সামনে মাটি বসেই সিন্নি বানাচ্ছেন বুম্বাদা। আর অর্পিতা বসে রয়েছেন তাঁর ঠিক পাশেই। মন দিয়ে দেখছেন বুম্বাদার সিন্নি বানানো। এদিন বুম্বাদার পরনে ছিল সাদা পাঞ্জাবি-পাজামা। অর্পিতা ছাড়াও সেখানে রয়েছেন পরিবারের অন্যন্য আত্মীয়রা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
লক্ষ্মীপুজোয় নিজের হাতে সিন্নি বানাচ্ছেন প্রসেনজিৎ, ইন্টারনেটে ছবি ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement