কলকাতা : ভাল থাকতে জানতে হয় ৷ বার বার সে কথা প্রমাণ করেছেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) ৷ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদে এখনও আইনি শিলমোহর পড়া বাকি ৷ ছেলে সহজকে নিয়ে একাই কাটছে অভিনেত্রীর দিন ৷ বিষণ্ণ লকডাউনে চেষ্টা করেছেন নিজের আর ছেলের মন ভাল রাখতে ৷
ফেসবুকে একাধিক ভিডিয়ো শেয়ার করেছেন তিনি ৷ হদিশ দিয়েছেন কীভাবে খারাপ সময়েও ভাল রাখা যায় নিজের মন ৷ সম্প্রতি বাগানের ভিডিয়ো শেয়ার করেছেন তিনি ৷ তাঁর টেরেস গার্ডেন সবুজে সবুজ ৷ পাতাবাহার থেকে শুরু করে ফুলের গাছে সাজানো অভিনেত্রীর একচিলতে বাগিচা ৷ নিজের হাতে গাছে জল দেন তিনি ৷ যত্ন করেন তাদের ৷
প্রিয়াঙ্কা কিন্তু মনে করেন তিনি গাছের যত্ন নিচ্ছেন না ৷ বরং সবুজ গাছগাছালিই তাঁর যত্ন করছেন ৷ লিখেছেন, ‘‘আমাদের মনে হতে পারে আমরা গাছেদের বড় করছি ৷ আসলে কিন্তু বাগিচাই আমাদের পালন করছে ৷’’ তিনি বারান্দা বাগিচায় গাছেদের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন৷ সারা বাড়িতে এটাই তাঁর সবথেকে প্রিয় নিভৃত কোণ ৷ নেটিজেনরাও কি গাছ ভালবাসেন? তাঁর মতো বাগান করেন? জানতে চেয়েছেন, দেখতে চেয়েছেন প্রিয়াঙ্কা ৷
কিছু দিন আগে প্রিয়াঙ্কা ছবি দিয়েছিলেন হুলাহুপ নিয়ে খেলার ৷ বাড়ির ছাদে হুলাহুপ নিয়ে শারীরিক কসরত করছিলেন তিনি ৷ জানিয়েছিলেন এই নতুন শখ তাঁর সঙ্গী হয়েছে গত লকডাউন থেকে ৷ এতে তাঁর মন ভাল থাকে ৷ নেটিজেনদের কাছেও জানতে চেয়েছিলেন লকডাউনে কোনও নতুন শখ তাঁদের সঙ্গী হয়েছে কিনা ৷
ছেলে সহজকেও সময় দিতে কার্পণ্য করেননি প্রিয়াঙ্কা ৷ লকডাউনে যাতে খুদে সহজের একঘেয়ে না লাগে, তার সঙ্গে বিভিন্ন রকমের সৃষ্টিশীল কাজ করেছেন প্রিয়াঙ্কা ৷ সহজের সঙ্গে তাঁর বটল পেইন্টিং-এর ভিডিয়ো খুব জনপ্রিয় হয়েছিল নেটিজেনদের কাছে ৷
মাঝে রাহুলের পোস্টের সূত্রে গুঞ্জন উঠেছিল, তাহলে কি আবার কাছাকাছি আসছেন পুরনো জুটি? রাহুল আর প্রিয়াঙ্কা কি আবার এক হতে চলেছেন? প্রসঙ্গ উল্লেখ না করেই সেই সম্ভাবনা নিজেই নস্যাৎ করে দেন প্রিয়াঙ্কা ৷ তাঁর ইঙ্গিতবাহী পোস্ট বুঝিয়ে দিয়েছিল, এই বেশ ভাল আছেন ৷
অবসরের মাঝেই এসেছে কাজ ৷ আবার শ্যুটিঙে ফিরেছেন প্রিয়াঙ্কা ৷ তিনি অভিনয় করছেন অংশুমান প্রত্যুষের ছবি ‘নির্ভয়া’-য় ৷ বিপরীতে আছেন গৌরব চক্রবর্তী ৷ শ্যুটিঙের স্থিরচিত্র ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘‘ লাইটস সাউন্ড ক্যামেরা-এই তিন শব্দ আবার শোনার মধ্যে আনন্দ আছে৷’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।