রোজই চলত মানসিক ও শারীরিক নির্যাতন, রাহুলের বিরুদ্ধে মামলা প্রিয়াঙ্কার

Last Updated:
#কলকাতা: সম্পর্কটা যে ভাল যাচ্ছিল না তা নিয়ে কানাঘুষা ছিল অনেক দিন। গত দু’বছর আগেই মুখ খুলেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ৷ বৈবাহিক সম্পর্ক মধুর ছিল না ৷ এই অভিযোগে দু’জনে আলাদা থাকতে শুরু করেছিলেন ৷ এ বার রাহুলের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন নায়িকা ৷
যতদিন ধরে বিয়ে হয়েছিল তাঁর পর থেকে মানসিক এবং শারীরিক অত্যাচার চলেছে তাঁর উপর, রাহুল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানালেন প্রিয়াঙ্কা ৷ গত দু’বছর ধরে লড়াইয়ের জেরে সমস্যায় পড়েছেন তাঁদের ছোট্ট সন্তান সহজ ৷
এ নিয়ে রাহুল ও প্রিয়াঙ্কা কেউই কখনও প্রকাশ্যে মুখ খোলেননি ৷ তবে সন্তানের প্রচণ্ড অসুবিধে হওয়ার কারণেই এবার মুখ খুললেন অভিনেত্রী ৷ প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁদের সন্তান সহজের ভরনপোষণের দায়িত্ব নেওয়ার কথা ছিল রাহুলের ৷ সে নিয়েও রাহুল দায়িত্ব নেননি বলে অভিযোগ প্রিয়াঙ্কার ৷ তিনি বলেন, ‘‘সহজের দায়িত্ব নিচ্ছে না ও ৷ এ বছর সহজের স্কুলে ভর্তি হওয়ার কথা ছিল ৷ এর জন্য প্রয়োজন প্রচুর পরিমাণ অর্থ ৷ একটা সময় তা দেবে বলেছিল রাহুল ৷ কিন্তু লাস্ট মিনিটে এসে সব কিছু উড়িয়ে দেন তিনি ৷’’ এমনকী রাহুল বন্দ্যোপাধ্যায় তাঁদের সন্তান সহজের অস্তিত্বকেও অস্বীকার করেছেন বলে অভিযোগ ৷
advertisement
advertisement
advertisement
এতদিন ধরে তাঁরা আলাদা থাকলে পরেও ৷ কেউই মামলা করেনননি একে অপরের বিরুদ্ধে ৷ সম্প্রতি রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রিয়াঙ্কা ৷ সেখানে রাহুলের বিরুদ্ধে প্রতরণা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের মামলা করেছেন তিনি ৷ আগামী জুলাই মাসে এ নিয়ে একটি শুনানির দিন ধার্য রয়েছে ৷
ইনপুট: দেবপ্রিয় দত্ত মজুমদার
বাংলা খবর/ খবর/বিনোদন/
রোজই চলত মানসিক ও শারীরিক নির্যাতন, রাহুলের বিরুদ্ধে মামলা প্রিয়াঙ্কার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement