VARANASI to the WORLD: বিয়ের ৭ বছর পার, পাগলের মতো ভালবাসেন বউকে! ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কাকে নিয়ে গদগদ পোস্ট নিকের

Last Updated:

এসএস রাজামৌলির "বারাণসী" ছবিটির প্রথম ঝলক সামনে আসতেই শুরু হয়ে প্রশংসার বন্যা। হায়দ্রাবাদে একটি লাইভ অনুষ্ঠানে টিজারটি লঞ্চ করা হয়েছিল। মহেশ বাবুর প্রথম লুকও শেয়ার করা হয়েছিল। ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা এস এস রাজামৌলি পরিচালিত এই ছবি।

News18
News18
হায়দ্রাবাদ: হায়দ্রাবাদে একটি লাইভ ইভেন্টে এসএস রাজামৌলির ছবি বারাণসীর টিজার লঞ্চ করা হয়েছে। মহেশ বাবুর প্রথম লুকও শেয়ার করা হয়েছে। “বারাণসী” ছবিটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এসএস রাজামৌলির “বারাণসী” ছবিটির প্রথম ঝলক সামনে আসতেই শুরু হয়ে প্রশংসার বন্যা। হায়দ্রাবাদে একটি লাইভ অনুষ্ঠানে টিজারটি লঞ্চ করা হয়েছিল। মহেশ বাবুর প্রথম লুকও শেয়ার করা হয়েছিল। ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা এস এস রাজামৌলি পরিচালিত এই ছবি।
এই ছবিতে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া৷ তাঁর ছবি সামনে আসতেই শুরু হয় হইচই৷ হলুদ শাড়িতে, হাতে রিভলভার৷ দেশী গার্লের এভাবে আবার ভারতীয় ছবিতে কামব্যাক নিয়ে সকলেই উৎসাহী৷ এবার তাঁর ছবি দেখে প্রশংসায় ভাসালেন তাঁর স্বামী নিক জোনাস৷ ছবির টিজার মুক্তির দিন প্রিয়াঙ্কা চোপড়ার সাজ দেখে যেন মাথা ঘুরে যায় নিকের৷ তিনি ইনস্টাগ্রামে লেখেন, সবার হয়ে আমি বলে দিচ্ছি, অপূর্ব! সাদা শাড়িতে অন্যরকম দেখাচ্ছিল প্রিয়াঙ্কাকে৷
advertisement
advertisement
ছবির টিজার শুরু হয় বারাণসী শহরের এক আভাস দিয়ে। বেশ কয়েকজন ঋষি যেখানে যজ্ঞ করছেন। সেই যজ্ঞের আগুনে একটি গ্রহাণু তৈরি হয়, যা সরাসরি আকাশ থেকে অ্যান্টার্কটিকায় প্রবাহিত একটি বরফের নদীতে পড়ে। এরপর আফ্রিকার এক ঝলক দেখা যায়, যেখানে অসংখ্য প্রাণী বাস করে। এখানে, একটি বানরের চিত্রের পরে, হনুমানকে দেখা যায়। একটি মোশন পোস্টারে হনুমান লঙ্কা পোড়াচ্ছেন। তারপর হনুমানকে একটি পাহাড় তুলতে দেখানো হয়েছে। 
advertisement
এরপর রুদ্রকে বারাণসীর মণিকর্ণিকা ঘাটে ত্রিশূল ধরে থাকতে দেখা গেছে। টিজারে মহেশ বাবুর লুক শুধুমাত্র সামনে এসেছে৷ নন্দীর উপর বসে তিনি এগিয়ে আসছেন।
advertisement
গ্লোবেট্রটার ইভেন্টে ছবিটির টিজার জাঁকজমকপূর্ণভাবে লঞ্চ করা হয়েছিল। মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া এবং রাজামৌলি নিজে উপস্থিত ছিলেন। বর্তমানে, টিজারে মহেশ বাবুর প্রথম ঝলক দেখা যাচ্ছে। তবে, এই ছোট্ট ঝলকটি তাঁর ভক্তদের উত্তেজিত করার জন্য যথেষ্ট। ভিএফএক্স ব্যবহার করে ছবিটির টিজারটি জাঁকজমকপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Mahesh Babu (@urstrulymahesh)

advertisement
মহেশ বাবুর চরিত্র সম্পর্কে রাজামৌলি কী বললেন?
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজামৌলি বলেন, “ছোটবেলা থেকেই আমি বারবার মনে করেছি যে রামায়ণ এবং মহাভারত আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। এগুলি তৈরি করা আমার স্বপ্ন ছিল। আমি কখনও কল্পনাও করিনি যে এত তাড়াতাড়ি রামায়ণের এত গুরুত্বপূর্ণ অংশের শুটিং করার সুযোগ পাব। প্রতিটি দৃশ্য এবং প্রতিটি সংলাপ লেখার সময়, আমার মনে হয়েছিল যেন আমি বাতাসে ভাসছি। প্রথম দিন, যখন মহেশ ভগবান রামের সাজে ফটোশুটের জন্য এসেছিলেন, তখন আমার আক্ষরিক অর্থেই রোমাঞ্চকর অনুভূতি হয়েছিল। আমি দ্বিধাগ্রস্ত ছিলাম – মহেশের মধ্যে কৃষ্ণের আকর্ষণ আছে, তবে রামের শান্তভাবও আছে। তবুও, আমি আত্মবিশ্বাসী ছিলাম। আমি সেই ছবিটি আমার ওয়ালপেপারেও রেখেছিলাম… এবং পরে এটি মুছে ফেলেছিলাম।”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
VARANASI to the WORLD: বিয়ের ৭ বছর পার, পাগলের মতো ভালবাসেন বউকে! ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কাকে নিয়ে গদগদ পোস্ট নিকের
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement