হ্যারি-মেগানের বিয়েতে নজর কাড়ল প্রিয়াঙ্কার জুতো, জানেন এই জুতোর দাম কত?
Last Updated:
শনিবার গোটা দুনিয়ার নজর আটকে ছিল প্রিন্স হ্যারি ও মেগানের রয়্যাল ওয়েডিংয়েই ৷
#মুম্বই: শনিবার গোটা দুনিয়ার নজর আটকে ছিল প্রিন্স হ্যারি ও মেগানের রয়্যাল ওয়েডিংয়েই ৷ রাজ পরিবারের এই বিয়ে নিয়ে একের পর এক খবর আসছিল সুদূর লন্ডন থেকে ৷ অতিথিদের তালিকায় কে কে হাজির ছিলেন, অতিথিরা কে কীরকম সেজে ছিলেন, তা নিয়েই নানা কৌতুহল, উৎসাহ ছিল বিশ্বজুড়ে ৷ তবে ভারতের নজর যেন ছিল বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়ার ওপরই ৷ রাজ পরিবারের ছোট বউ মেগানের প্রিয় বান্ধবী প্রিয়াঙ্কা হাজির ছিলেন বিয়ের অনুষ্ঠানে ৷ সবার মধ্যে প্রিয়াঙ্কা কিন্তু নজর কেড়েছিলেন তাঁর সিম্পল ও ক্লাসি সাজে ৷
বিয়ের দিন প্রিয়াঙ্কা পরেছিলেন ওয়েস্টউড স্কার্ট ও ব্লেজার ৷ তবে শুধুই স্কার্ট নয়, প্রিয়াঙ্কার সাজে চর্চায় এসেছে ভিক্টোরিয়ান স্টাইলে তাঁর হ্যাটটিও ৷ তবে এই সবের বাইরে, প্রিয়াঙ্কার পাথর বসানো জুতো কিন্তু এখন খবরের শিরোনামে ৷ আর হবে নাই বা কেন? প্রিয়াঙ্কা যে জুতোটি পরেছিলেন, তাঁর দাম লক্ষাধিক !
advertisement
advertisement
জানা গিয়েছে, প্রিন্স হ্যারি ও মেগানের বিয়েতে প্রিয়াঙ্কা যে জুতোটি পরেছিলেন তাঁর দাম ১ লক্ষ ৩৪ হাজার টাকা ! জুতোটি তৈরি করেছে জিমি চু নামে এক জনপ্রিয় জুতো তৈরির সংস্থা ৷ পুরো জুতোতেই সিলভার কোটিং ও ক্রিস্টাল বসানো ৷ যা কিনা রাজকীয় রূপ এনে দিয়েছে প্রিয়াঙ্কার জুতোতে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 21, 2018 11:00 AM IST