Priyanka Chopra and Nick Jonas at Anant Ambani Radhika Merchant's Wedding Celebration: লেহঙ্গা জুড়ে জরিসুতোর কাজ, শেরওয়ানিতে ব্রোচ! অনন্ত-রাধিকার বিয়েতে অপরূপ সাজে নিক-প্রিয়াঙ্কা

Last Updated:

Priyanka Chopra and Nick Jonas at Anant Ambani Radhika Merchant's Wedding Celebration: শুক্রবার শিল্পপতি বীরেন মার্চেন্ট ও উদ্যোক্তা শায়লা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও সমাজসেবী নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি।

মার্জিত পোশাকের সঙ্গে মানানসই গয়নায় সেজেছিলেন প্রিয়াঙ্কা
মার্জিত পোশাকের সঙ্গে মানানসই গয়নায় সেজেছিলেন প্রিয়াঙ্কা
মুম্বই: অনন্ত-রাধিকার বিয়েতে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। প্রিয়াঙ্কা পরেছিলেন তরুণ তাহিলিয়ানির ডিজাইন করা হলুদ জাফরান লেহঙ্গা। লেহঙ্গার জমি জুড়ে ৩ডি সূচিকর্ম। সেখানে নিকের পরনে ছিল সব্যসাচীর ডিজাইন করা পিঙ্ক মোজারি ও ব্রোচের সঙ্গে পাউডার পিঙ্ক শেরওয়ানি। দু’জনকেই মানিয়েছিল চমৎকার।
মার্জিত পোশাকের সঙ্গে মানানসই গয়নায় সেজেছিলেন প্রিয়াঙ্কা। বেছে নিয়েছিলেন হীরের নেকপিস এবং একটি সুন্দর ব্রেসলেট। বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে স্ত্রীর সঙ্গে সেজেগুজে নিজের একটি রিলস ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছিলেন নিক জোনাস। সেখানে দেখা যাচ্ছে, অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে বার্বি গানের সঙ্গে গলা মেলাচ্ছেন প্রিয়াঙ্কা। পাশে বসে নিক।
শুক্রবার শিল্পপতি বীরেন মার্চেন্ট ও উদ্যোক্তা শায়লা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও সমাজসেবী নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি। বিয়ে উপলক্ষে কাশীর প্রতি বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করেছে আম্বানি পরিবার। নীতা আম্বানির বারাণসী সফরের ভিডিওতে তুলে ধরা হয়েছে সেই চিত্র।
advertisement
advertisement
গত সপ্তাহে আম্বানিদের বাসভবন অ্যান্টিলিয়ায় মামেরু অনুষ্ঠানের মধ্য দিয়ে অনন্ত ও রাধিকার বিবাহ অনুষ্ঠানের শুরু হয়। গতকাল ছিল শুভ বিবাহ। সাত পাকে বাঁধা পড়লেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। ১৩ জুলাই ‘শুভ আশীর্বাদ’, নবদম্পতিকে আশীর্বাদ করবে আম্বানি ও মার্চেন্ট পরিবার। ১৪ জুলাই ‘মঙ্গল উৎসব’ বা বিয়ের রিসেপশন। সমস্ত অনুষ্ঠান বিকেসির জিও অয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে।
advertisement

View this post on Instagram

A post shared by Nick Jonas (@nickjonas)

advertisement
বিয়েতে কিম ও খলো কার্দাশিয়ানের মতো আন্তর্জাতিক তারকারা উপস্থিত প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস তো ছিলেনই। এছাড়াও সচিন তেন্ডুলকর, এমএস ধোনিরাও উপস্থিত ছিলেন। বিয়েতে যোগদানের জন্য নিউইয়র্কের অনুষ্ঠান কাটছাঁট করে দেশে ফেরেন শাহরুখ খানও।
অতিথিদের তালিকায় রয়েছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং বরিস জনসন, সৌদি অ্যারামকো-র সিইও আমিন এইচ নাসের। স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী ডেভিড বেকহ্যামেরও উপস্থিতি থাকার কথা রয়েছে। বিদেশি অতিথিদের ভারতীয় ফ্যাশন ডিজাইনারদের তৈরি ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরতে দেখা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Chopra and Nick Jonas at Anant Ambani Radhika Merchant's Wedding Celebration: লেহঙ্গা জুড়ে জরিসুতোর কাজ, শেরওয়ানিতে ব্রোচ! অনন্ত-রাধিকার বিয়েতে অপরূপ সাজে নিক-প্রিয়াঙ্কা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement